হোম > সারা দেশ > ভোলা

ভোলায় সব রুটে নৌযান চলাচল স্বাভাবিক 

ভোলা প্রতিনিধি

তিন দিন বন্ধ থাকার পর অবশেষে আজ সোমবার সকাল থেকে ভোলার সব নৌ রুটে জাহাজ চলাচল শুরু হয়েছে। সকাল সাড়ে ৪টা থেকে ভোলা-লক্ষ্মীপুর ও ভোলা-বরিশাল রুটে ফেরি চলাচলা শুরু হয়। এরপর সকাল ১০টা থেকে জেলার সব রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হয়।

খবরের সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরিন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভোলার নদী বন্দরের সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, সোমবার সকাল ৯টার দিকে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ভোলা-লক্ষ্মীপুর ও ভোলা-বরিশালসহ সব রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। এখন ভোলা থেকে সব রুটে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরিন নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) ইলিশা ঘাটের ব্যবস্থাপক মো. পারভেজ খান আজকের পত্রিকাকে জানান, সোমবার সকাল সাড়ে ৪টা থেকে লক্ষ্মীপুর থেকে প্রথম ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল শুরু হয়। এরপর থেকে নিয়মিতভাবে এ রুটে ফেরি চলাচল করছে।

পারভেজ খান আরও জানান, বর্তমানে এ রুটে ৬টি ফেরি চলাচল করছে। ঘাটে যে পরিমান গাড়ি আছে এগুলো এক দিনের মধ্যে পারাপার করা যাবে।

উল্লেখ্য, ঘূর্ণঝড় মোখার প্রভাবে এবং ভোলায় ৮ নম্বর মহাবিপদ সংকেত দেওয়ার পর গত শুক্রবার মধ্যরাত থেকে ভোলার সব রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এতে করে তিন দিন ধরে একরকম অবরুদ্ধ থাকে দেশের একমাত্র উপকূলীয় দ্বীপ জেলা ভোলার প্রায় ১৪ লাখ মানুষ।

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন।’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা