হোম > সারা দেশ > ভোলা

ভোলায় সব রুটে নৌযান চলাচল স্বাভাবিক 

ভোলা প্রতিনিধি

তিন দিন বন্ধ থাকার পর অবশেষে আজ সোমবার সকাল থেকে ভোলার সব নৌ রুটে জাহাজ চলাচল শুরু হয়েছে। সকাল সাড়ে ৪টা থেকে ভোলা-লক্ষ্মীপুর ও ভোলা-বরিশাল রুটে ফেরি চলাচলা শুরু হয়। এরপর সকাল ১০টা থেকে জেলার সব রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হয়।

খবরের সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরিন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভোলার নদী বন্দরের সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, সোমবার সকাল ৯টার দিকে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ভোলা-লক্ষ্মীপুর ও ভোলা-বরিশালসহ সব রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। এখন ভোলা থেকে সব রুটে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরিন নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) ইলিশা ঘাটের ব্যবস্থাপক মো. পারভেজ খান আজকের পত্রিকাকে জানান, সোমবার সকাল সাড়ে ৪টা থেকে লক্ষ্মীপুর থেকে প্রথম ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল শুরু হয়। এরপর থেকে নিয়মিতভাবে এ রুটে ফেরি চলাচল করছে।

পারভেজ খান আরও জানান, বর্তমানে এ রুটে ৬টি ফেরি চলাচল করছে। ঘাটে যে পরিমান গাড়ি আছে এগুলো এক দিনের মধ্যে পারাপার করা যাবে।

উল্লেখ্য, ঘূর্ণঝড় মোখার প্রভাবে এবং ভোলায় ৮ নম্বর মহাবিপদ সংকেত দেওয়ার পর গত শুক্রবার মধ্যরাত থেকে ভোলার সব রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এতে করে তিন দিন ধরে একরকম অবরুদ্ধ থাকে দেশের একমাত্র উপকূলীয় দ্বীপ জেলা ভোলার প্রায় ১৪ লাখ মানুষ।

ডাকসু নির্বাচনে মিছিলে ৫০ জনও পাইনি, ভোট পেয়েছি ১১ হাজার: নুরুল হক

বিড়ি খাওয়া নিয়ে বক্তব্যে জামায়াতের ২ কোটি ভোট বেড়েছে: ড. ফয়জুল হক

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়