হোম > সারা দেশ > বরিশাল

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা ৩ দিন বিদ্যুৎবিহীন ভোলার ৭ উপজেলা

ভোলা প্রতিনিধি

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে তিন দিন ধরে বিদ্যুৎবিহীন ভোলার সাতটি উপজেলা। গত রোববার সকাল থেকে আজ মঙ্গলবার সন্ধ্যায় ভোলার ৭টি উপজেলায় বিদ্যুতের দেখা মেলেনি। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানসহ ঘরবাড়ি, দোকান-পাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে মোমবাতি ব্যবহার করে চলছে প্রয়োজনীয় কাজকর্ম।

উপজেলাগুলো হলো—ভোলা সদর, দৌলতখান, বোরহান উদ্দিন, তজুমদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা।

মঙ্গলবার উপজেলার বাজারগুলোতে সরেজমিনে দেখা গেছে, ব্যবসায়ীরা তাদের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানে মোমবাতি জ্বালিয়ে রেখেছেন।

এ বিষয়ে ভোলা সদর উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. ইউসুফ আজকের পত্রিকাকে বলেন, ‘বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। গাছপালা ভেঙে যাওয়ায় বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়াসহ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো মেরামত বা নিরাপদ না করা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দেওয়া যাচ্ছে না।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী প্রকৌশলী ফিরোজ জানান, ‘প্রচুর গাছপালা ও বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এ কারণে বিভিন্ন স্থানে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দেওয়া যাচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘আমাদের কাজ অব্যাহত রয়েছে। তবে কতক্ষণ বা কবে সম্পূর্ণ ঠিক হবে তা বলা যাচ্ছে না।’

উল্লেখ্য, জেলার ৭ উপজেলায় বোরহান উদ্দিন উপজেলা থেকে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। কেন্দ্রটিতে ট্রান্সফরমারসহ বৈদ্যুতিক যন্ত্রপাতিও ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্যান্য উপজেলায়ও বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে না।

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫