হোম > সারা দেশ > বরিশাল

বিএন‌পি নেত্রী নাস‌রি‌নের বাসায় হামলা, দলীয় একাংশ‌কে সন্দেহ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল মহানগর বিএনপির জেষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের বাসায় হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার রাতে বিক্ষাভ করেন দলের একাংশের নেতা-কর্মীরা। ছবি : আজকের পত্রিকা

বরিশাল মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের বাসায় গত বুধবার রাতে হামলা হয়েছে। মোটরসাইকেলে আগত কয়েকজন যুবক বাসার প্রধান ফটকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও ইটপাটকেল নিক্ষেপ করেছেন। নাসরিন এ ঘটনার জন্য দলেরই একটি অংশকে দায়ী করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনার প্রতিবাদে বিক্ষাভ করেছেন দলের একাংশের নেতা-কর্মীরা।

এদি‌কে নাস‌রি‌নের বাসায় হামলার প্রতিবা‌দে দলের একাংশের নেতা-কর্মীরা বি‌ক্ষোভ ক‌রলেও মহানগর বিএনপির দায়িত্বশীল ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শনে যাননি।

এ প্রস‌ঙ্গে নাসরিন জানান, গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে তাঁর বাসায় হামলা হয়। তখন তিনি বাসায় ছিলেন না। কয়েকটি মোটরসাইকেলে এসে একদল যুবক তাঁর বাসায় হামলা করেন। ধারালো অস্ত্র দিয়ে গেটের ওপর আঘাত ও ইটপাটকেল নিক্ষেপ করেন।

নাসরিন সন্দেহ প্রকাশ করে বলেন, ‘কয়েক দিন আগে নগরীর ২৭ নম্বর ওয়ার্ডে কয়েকজন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলচেষ্টার অভিযোগ ওঠে। ওই ঘটনায় আমি দখলচেষ্টাকারীদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলেছি। এর জেরে আমার বাসায় হামলা হতে পারে।’ তি‌নি এ ঘটনায় মামলা করবেন ব‌লেও জানান।

কোতোয়ালি মডেল থানার এসআই মো. মামুন বলেন, তিনি রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাসার দরজার ওপর কোপের আঘাত দেখেছেন। এ ছাড়া বাসার সামনে ইটপাটকেল পড়ে থাকতে দেখা যায়। নাসরিন অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।

মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, নাসরিন হামলাকারী শনাক্ত করতে পারলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, বরিশাল মহানগর বিএনপির কমিটি স্পষ্টত দুটি ভাগে বিভক্ত। একটি আহ্বায়ক ও অপরটি সদস্যসচিবের গ্রুপ।

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ