হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে করোনায় মৃত্যু ও শনাক্ত উভয়ই কমেছে

প্রতিনিধি, বরিশাল

বরিশাল বিভাগে করোনা পজিটিভ শনাক্ত ও মৃত্যু দুটিই কমেছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত করোনা পজিটিভ হয়ে একজন এবং উপসর্গ নিয়ে আরও ১০ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে পজিটিভ শনাক্ত হয়েছেন ৪১৪ জন। যা বুধবারের চেয়ে ২০৮ জন কম। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার হয়েছে ৪৩ দশমিক ২৬।

গতকাল বুধবার বিভাগের ৬ জেলায় ১ হাজার ৬৩৪ জনের নমুনা পরীক্ষায় ৬২২ জন পজিটিভ শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ৩৮ দশমিক ০৭।

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য প্রদানকারী কর্মকর্তা জে খান স্বপন জানান, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এ হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ১০ জন মারা গেছেন।

তিনি আরও জানান, হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ২৪ ঘণ্টায় ১৮৯ জনের নমুনা পরীক্ষায় ৯৮ জন পজিটিভ শনাক্ত হন। সে হিসাবে শনাক্তের হার ৫১ দশমিক ৮৫। যা বুধবার ছিল ৬৯ দশমিক ১৪।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের ৬ জেলায় ৯৫৭ জনের নমুনা পরীক্ষায় ৪১৪ জন পজিটিভ শনাক্ত হয়েছে। পজিটিভ শনাক্ত একমাত্র মৃত্যুর ঘটনা ঘটেছে বরগুনা জেলাতে।

গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীর জেলায় ৩৯ জন, বরগুনা জেলায় ৬২ জন, পিরোজপুরে ৬১ জন, ঝালকাঠিতে ২১৮ জন এবং ভোলায় ৩৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

বরিশাল জেলাতে পরীক্ষা ও শনাক্তের সংখ্যা দুটিই বেশি। এ জেলাতে ২৭০ জনের নমুনা পরীক্ষায় ১২৫ জন পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৬ দশমিক ৬০।

দক্ষিণাঞ্চলের প্রধান চিকিৎসা কেন্দ্র শেবাচিম হাসপাতাল সূত্রে জানা গেছে, এ হাসপাতালের ২০০ শয্যার করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২১৭ জন রোগী চিকিৎসাধীন আছেন। যার মধ্যে ৫৭ জন পজিটিভ শনাক্ত।

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২