স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি জসিম হাওলাদারকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব-৮। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৮ আজ বৃহস্পতিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। জসিম হাওলদারের বাড়ি বরিশাল সদর উপজেলার কর্ণকাঠী গ্রামে।
২০১২ সালের ১৮ অক্টোবর সকাল ৭টার দিকে সে এক স্কুলছাত্রীকে ধর্ষণ করে। এরপর থেকে জসিম পলাতক ছিল। তার অনুপস্থিতিতে গতবছর বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল জসিমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
র্যাব-৮ জানিয়েছে, আদালত দণ্ডাদেশ দেওয়ার পর জসিমকে গ্রেপ্তারে র্যাব ছায়া তদন্ত শুরু করে। প্রযুক্তি ব্যবহার করে অবস্থান নিশ্চিত হয়ে গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায় ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।