হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল বিএনপির ৯ নেতা-কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

রাজধানীতে মহাসমাবেশকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত বরিশাল বিএনপির ৯ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বরিশাল ও ঢাকায় তাঁরা আটক হন বলে মহানগর ও জেলা বিএনপি নেতারা জানিয়েছেন।

দলীয় নেতারা জানান, বরিশাল থেকে আটক হয়েছেন মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক সুলতান শরীফ ও রায়পাশা-কড়াপুর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব জামাল হোসেন। ঢাকার উদ্দেশে রওনা হলে গতকাল বৃহস্পতিবার রাতে সুলতান শরীফকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে এবং জামালকে জাগুয়া এলাকা থেকে আটক করা হয়।

মহানগর বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) জাহিদুর রহমান রিপন বলেন, আজ শুক্রবার ভোরে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আটক হন বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্যসচিব কাজী গোলাম কিবরিয়া মুন্না, সদস্য ফারুক হোসেন ও ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন। লঞ্চ থেকে ঢাকায় নেমে গন্তব্যে যাওয়ার সময় ওয়ারী থানা-পুলিশ তাঁদের আটক করে।

দক্ষিণ জেলা বিএনপির সদস্য আবু নাসের রহমত উল্লাহ বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার যাত্রাবাড়ী থেকে উপজেলার বড়াকোঠা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রিয়াজ হোসেন এবং মহানগরের ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি শাহেদ খানকে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে আটক করা হয়।

গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন বিএনপির পদহীন নেতা শাহাদত খানকে আজ শুক্রবার দুপুরে মাহিলাড়া বাজার থেকে এবং বাজারের পোলট্রি ব্যবসায়ী বিএনপি সমর্থক সবুজ সিকদারকে বাড়ি থেকে আটক করা হয়। আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সজল সরকার।

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

মা-মেয়ে খুন: প্রথমবার শ্বশুরবাড়িতে গৃহকর্মী আয়েশা, ফিরলেন গ্রেপ্তার হয়ে

শখের হাঁসটি ধরে নিয়ে গেলেন এনজিও কর্মীরা

৮ দফা দাবিতে রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা শিক্ষার্থীদের