হোম > সারা দেশ > ভোলা

ভোলায় ছাত্রদল নেতা নুরে আলমের দাফন সম্পন্ন

ভোলা প্রতিনিধি

ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের (৩৮) দাফন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার আলতাজের রহমান ডিগ্রি কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে রাত ১০টার দিকে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নুরে আলমের মরদেহ ঢাকা থেকে ফ্রিজিং অ্যাম্বুলেন্স যোগে ভোলা সদর উপজেলার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চর নোয়াবাদ গ্রামের নিজ বাড়িতে আনা হয়।

নুরে আলমের জানাজায় অংশ নিয়ে বিএনপির কেন্দ্রীয় সহ সভাপতি মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, ‘নুরে আলমের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। ভোলার সাধারণ মানুষ আজ শোকার্ত। তারা ভাষা হারিয়ে ফেলেছে। জনগণের দাবি পূরণ করার জন্য এবং জনজীবনে স্বাচ্ছন্দ্য আনার জন্য রাজপথে নামার উদ্যোগ নিয়েছিল নুরে আলম। তাঁকে রাজপথেও নামতে দেওয়া হয়নি। বিনা প্ররোচনায় এবং বিনা উসকানিতে এ নিরীহ যুবক নুরে আলম ও রহিমকে গুলি করে হত্যা করা হয়েছে। সরকারের এ কলঙ্ক কোনোদিন মুছবে না।’ 

জানাজায় বিএনপির কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা এবং জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ হাজার হাজার মানুষ অংশ নেন। ভোলা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. লোকমান হোসেন জানাজা পড়ান।

উল্লেখ্য, গত ৩১ জুলাই ভোলায় বিএনপি ও পুলিশের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হন ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম। আহত নুরে আলমকে ওই দিন রাতে রাজধানীর কমফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা ৩টায় তাঁর মৃত্যু হয়।

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা

২৫ ঘণ্টায় ২২ লাখ টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ

দুমকীতে পাগলা কুকুরের কামড়ে আহত ৩০

নির্বাচনে আর্থিক সহযোগিতা চেয়ে ব্যারিস্টার ফুয়াদের ভিডিও পোস্ট

শৈশবে মা-বাবা হারানো ববি ছাত্রের মৃত্যু `অপবাদে'

ভোলায় স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা: মামলার আসামি কারাগারে

বরিশাল-১, ৪ ও ৫: জটিল হচ্ছে বরিশালের তিনটি আসনের হিসাব