হোম > সারা দেশ > বরিশাল

‘প্রেমিকার’ বাবার ধাওয়া খেয়ে ইঁদুরের ফাঁদে যুবকের মৃত্যুর অভিযোগ 

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

রাতের আঁধারে ঘনিষ্ঠ বন্ধুকে সঙ্গে নিয়ে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিল প্রেমিক সিফাত বেপারী (১৭)। বিষয়টি আঁচ করতে পেরে প্রেমিকার বাবা ধাওয়া করেন সিফাত ও সুমনকে। এ সময় আত্মরক্ষার্থে বোরো ধান খেতের মধ্য দিয়ে পালাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে সুমন। গতকাল সোমবার দিবাগত রাতে বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বাওরগাতী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য এমনটি জানিয়েছেন। 

আজ মঙ্গলবার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তবে বিষয়টি সম্পূর্ণ রহস্যজনক বলে দাবি করেছেন গ্রামবাসী। প্রাথমিকভাবে তাদের ধারণা পরিকল্পিতভাবে সুমনকে হত্যার পর ওই ধান খেতে ফেলে রাখা হয়েছে।  পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় একটি প্রভাবশালী মহল মোটা অঙ্কের টাকার মিশন নিয়ে মাঠে নেমেছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের শওকত বেপারীর ছেলে সিফাত বেপারীর সঙ্গে দীর্ঘদিন থেকে একই গ্রামের সোহেল খানের স্কুল পড়ুয়া মেয়ে শান্তা আক্তারের (১৬) প্রেমের সম্পর্ক চলে আসছে। গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে বন্ধু সুমন খন্দকারকে নিয়ে প্রেমিকার সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে যায় সিফাত। এ সময় সিফাত বেপারীর সঙ্গে তার বন্ধু একই গ্রামের সুমন উপস্থিত ছিল। 

স্থানীয় ইউপি সদস্য মো. সবুজ খান জানান, গভীররাতে সিফাতের ও সুমনের উপস্থিতি টের পেয়ে শান্তার বাবা সোহেল খান ধাওয়া করেন। এ সময় সিফাত কৌশলে পালিয়ে থাকলেও সুমন দৌড়ে পার্শ্ববর্তী নদীর পাড়ের বোরো খেতের মধ্য দিয়ে পালাতে চেয়েছিল। কিন্তু জমির মালিক আবুল মীরা ধান খেতে ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা পেতে গত কয়েক দিন ধরে বিদ্যুৎ লাইন স্থাপন করে। সুমন সেই বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়। 

এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, পুরো ঘটনাটির তদন্ত চলছে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য নিহত সিফাতের প্রেমিকাকে থানা হেফাজতে আনা হয়েছে। পাশাপাশি সুমন খন্দকারের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ