ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করিম বলেছেন, বরিশাল নগরে জগদ্দল পাথরের মতো একটি গোষ্ঠী চেপে বসেছে। আমার ভবন করতে হলে আমাকে মোটা অঙ্কের টাকা দিতে হয়। আমার ডোবা ভরে আমি ঘর করতে পারবো না। এটা মানা যায় না। আসুন আমরা নগরবাসী ঐক্যবদ্ধ হয়ে একজন ভালো মানুষকে বিসিসি নির্বাচনে মেয়র হিসেবে নির্বাচিত করি।
আজ বুধবার দলের বরিশাল জেলা কমিটির আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মাদ রেজাউল করিম। ইসলামী আন্দোলন বরিশাল জেলা সভাপতি সৈয়দ এছহাক মোহাম্মাদ আবুল খায়ের সভায় সভাপতিত্ব করেন।
আলোচনা সভায় পীর পরিবারের ৩ ভাই একই মঞ্চে উপস্থিত থাকায় নেতা কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্যতা দেখা দেয়।