হোম > সারা দেশ > বরিশাল

বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বরিশালে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোটের নেতা কর্মীরা। আজ শুক্রবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ বিক্ষোভ হয়। পরে নেতা কর্মীরা একটি মিছিল বের করে। 

বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা ও বাংলাদেশের কমিউনিস্ট লীগ বরিশাল জেলা শাখার সম্পাদক অধ্যক্ষ নৃপেন্দ্রনাথ বাড়ৈর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা শাখার সভাপতি কমরেড অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম ও বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তীসহ অনেকে।

এ সময় বক্তারা বলেন, সরকার বিদ্যুৎ খাত থেকে ভর্তুকি প্রত্যাহারের কথা বলে ইউনিট প্রতি ৩৪ থেকে ৭০ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত গণবিরোধী ও সম্পূর্ণ অযৌক্তিক। সরকার জনগণের টাকায় ভর্তুকি দেয় যা জনগণের জন্যই খরচ করতে হবে। সরকার এতদিন কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রকে ভর্তুকি দিতে গিয়ে ব্যবসায়ীদের হাজার হাজার কোটি টাকা দিয়েছে। অথচ জনগণের টাকা জনগণের জন্য ব্যয় করতে আজ তারা অস্বীকৃতি জানাচ্ছে। বক্তারা অবিলম্বে বিদ্যুতের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা