হোম > সারা দেশ > পটুয়াখালী

কলাপাড়ায় ১ লাখ তালের চারা রোপণের উদ্যোগ কৃষক কামালের

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

বজ্রপাত ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এক লাখ তালের চারা রোপণের উদ্যোগ নিয়েছেন কামাল হোসেন নামের এক কৃষক। বিভিন্ন সড়ক-মহাসড়কের পাশে পতিত জমিতে নিজ উদ্যোগে তিনি এসব চারা রোপণ করছেন।

পটুয়াখালীর নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের বাসিন্দা কামাল হোসেন। তালগাছের উপকারিতা সম্পর্কে জেনে নিজেই তালগাছ রোপণে আগ্রহী হন। পরে উপজেলা প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে তিন মাস আগে শুরু করেন তালের চারা রোপণের কাজ। ইতিমধ্যে আলীপুর বাজার থেকে চাপলী ব্রিজ পর্যন্ত সড়কের পাশে রোপণ করেছেন প্রায় ৩৫ হাজার তালের বীজ। এসব বীজ বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে নিজ অর্থায়নে রোপণ করছেন তিনি।

তালের বীজ রোপণের মহৎ এ উদ্যোগ নেওয়ায় কামালকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী। চাপলী এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, ‘তালগাছ আমাদের ব্যাপক উপকারে আসে। এর পাতা-ডাল সবকিছুই আমরা ব্যবহার করি। কৃষক কামাল হোসেন সড়কের পাশে এই তালের বীজ রোপণ করছেন। এটা আসলেই প্রশংসনীয় কাজ।’

একই এলাকার বাসিন্দা মানিক মিয়া বলেন, ‘চার-পাঁচ দিন ধরে দেখছি কৃষক কামাল হোসেন মানুষ নিয়ে আমাদের এলাকার রাস্তার পাশে তালের বীজ লাগাচ্ছেন। নিজ উদ্যোগে তিনি এসব বীজ বপন করায় তাঁর প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

কৃষক কামাল হোসেন বলেন, প্রাকৃতিক দুর্যোগসহ বজ্রপাত থেকে রক্ষাকারী পরম বন্ধু তালগাছ। এ ছাড়া ভূমিক্ষয়, ভূমিধস, ভূগর্ভস্থ পানির মজুত বৃদ্ধি ও মাটির উর্বরতা রক্ষা করে তালগাছ। তাই স্বেচ্ছায় এসব বীজ রোপণের উদ্যোগ নিয়েছি। উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে ইতিমধ্যে ৩৫ হাজার বীজ রোপণ করা হয়েছে। বাকি বীজগুলো আমার বাড়িতে সংরক্ষণ করা আছে। সবগুলো বীজ পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় রোপণ করব।’

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘উপকূলবর্তী এলাকায় পরিবেশ-প্রতিবেশ রক্ষায় তালগাছ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কামালের মতো আরও সমাজসেবীকে এসব গাছ রোপণে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা

২৫ ঘণ্টায় ২২ লাখ টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ