হোম > সারা দেশ > বরিশাল

নিপাহ ভাইরাসের উপসর্গ নিয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নিপাহ ভাইরাসের উপসর্গ নিয়ে বরিশালে পুলিশ কনস্টেবল মো. পলাশ (২৩) মারা গেছেন। বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার বেলা ১১টার দিকে তিনি মারা যান। পিরোজপুর জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন তিনি। কনস্টেবল পলাশ মাগুরা সদর উপজেলার ওলিমারা গ্রামের অলিউল্লাহ মোল্লার ছেলে।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ. এম সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, নিপাহ ভাইরাসের উপসর্গ নিয়ে পলাশ গতকাল শনিবার বিকেল ৫টার দিকে হাসপাতালে ভর্তি হন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁকে আইসিইউতে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। আজ রোববার বেলা ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। ভর্তির পর পরই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নমুনার রিপোর্ট দেখে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। 

পলাশের শ্যালক মো. ফিরোজ আলম বলেন, ‘প্রায় দেড়মাস আগে খেজুর রস পান করেছিলেন পলাশ। গতকাল শনিবার তাঁর শরীরের তাপমাত্রা বেড়ে যায়। ওই দিনই তাঁকে পিরোজপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য বিকেলে বরিশাল শেবাচিম হাসপাতালে আনা হয়। 

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. হুমায়ন শাহিন খান আজকের পত্রিকাকে বলেন, ‘শেবাচিম হাসপাতালে নিপাহ ভাইরাসের উপসর্গ নিয়ে এক পুলিশ সদস্যের মৃত্যুর বিষয়টি অবগত আছি। রিপোর্ট না পাওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাবে না।’ 

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশালমিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল