হোম > সারা দেশ > বরগুনা

বিষখালী নদী থেকে হরিণের ৯০ কেজি মাংস উদ্ধার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি 

জব্দ করা হরিণের মাংস। ছবি: আজকের পত্রিকা

বরগুনার পাথরঘাটার বিষখালী নদীতে অভিযান চালিয়ে হরিণের ৯০ কেজি মাংসসহ একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে দক্ষিণ স্টেশন কোস্ট গার্ড পাথরঘাটা। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।

আজ শনিবার বেলা ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ জোন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন অর রশিদ।

তিনি জানান, গতকাল রাতে নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, চোরাচালানকারীরা হরিণের মাংসের একটি চালান নিয়ে বিষখালী নদীতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পাথরঘাটার বিষখালী নদীসংলগ্ন হরিণঘাটা এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকায় তল্লাশি চালিয়ে হরিণের ৯০ কেজি মাংস উদ্ধার করা হয়।

এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে হরিণশিকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে নৌকাটি জব্দ করা হয়েছে। পরবর্তীকালে জব্দ করা মাংস এবং নৌকার আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন।’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা