হোম > সারা দেশ > বরিশাল

আড়াই শ বছরের ঐতিহ্য গৌরনদীর দধি

খায়রুল ইসলাম, গৌরনদী (বরিশাল)

ভোজনবিলাসীদের কাছে ভোজন শেষে একটু মিষ্টান্ন হলে তো কোনো কথাই নেই। আর তা যদি হয় গৌরনদীর দধি কিংবা মিষ্টি, তাহলে কথা বলার সময় কোথায়? পেটপুরে দধি খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে তবেই না কিছু বলা যায়।

ঐতিহ্যগতভাবেই গৌরনদীর দধি ও মিষ্টি এক লোভনীয় খাবার। এ খাবার দেখলেই জিভে জল আসে না এমন ভোজনরসিক খুঁজে পাওয়াই ভার। এর সুনাম এখন শুধু দেশে নয়, পৌঁছে গেছে বিদেশেও। সুদূর আমেরিকায়ও প্রতিষ্ঠিত হয়েছে ‘গৌরনদী মিষ্টান্ন ভান্ডার’। প্রবাসী বাঙালিরা তো বটেই, খোদ আমেরিকানরাও এখন এই মিষ্টির প্রেমে পড়েছে।

প্রায় আড়াই শ বছরের পুরোনো দেশের একমাত্র ঐতিহ্যবাহী গৌরনদীর দধির চাহিদা রয়েছে সারা দেশেই। বিয়ে, বউভাত, জন্মদিন, মৃত্যুবার্ষিকীসহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য এবং ভোজনবিলাসীরা রসনা মেটাতে দূর-দূরান্ত থেকে দধির জন্য গৌরনদীতে পা রাখেন। প্রতিদিন শত শত মণ দধি এখান থেকে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, দিনাজপুর, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। স্বাভাবিক আবহাওয়ায় ১০ থেকে ১৫ দিনেও এটি নষ্ট হয় না। যেকোনো যানবাহনে সহজে বহন করা যায়।

চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে অধিক মুনাফার কথা না ভেবে গুণগত মান ও সুনামকে ধরে রাখতে এই দধি ও মিষ্টি তৈরি করে আসছে স্বর্গীয় শচীন ঘোষ প্রতিষ্ঠিত গৌরনদী বন্দরের গৌর নিতাই মিষ্টান্ন ভান্ডার। সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে ইতিমধ্যে একাধিকবার জেলার সেরা করদাতা নির্বাচিত হয়েছে প্রতিষ্ঠানটি।

শচীন ঘোষের উত্তরাধিকারী ও তাঁর পুত্র গৌর ঘোষ বলেন, ‘৫০ বছর ধরে আমি এ পেশার সঙ্গে জড়িত আছি। বাবার মৃত্যুর পর আমিই তাঁর পেশাকে ধরে রেখেছি। বংশপরম্পরায় বছরের পর বছর সুনামের সঙ্গে এ ব্যবসা করে আসছি।’

জানা গেছে, প্রায় আড়াই শ বছর আগে ডাওরি ঘোষ নামে এক ব্যক্তি গৌরনদীতে তৈরি করেন এই লোভনীয় খাবার। পরে বংশপরম্পরায় এর ধারা ধরে রাখেন শচীন ঘোষ, গেদু ঘোষ, সুশীল ঘোষ, দিলীপ দাসসহ অন্যরা। বর্তমানে এই ঐতিহ্যকে ধরে রেখেছেন শুধু গৌরনদীর ঘোষ পরিবারের সদস্যরা।

ঐতিহ্যবাহী দধি ও মিষ্টি তৈরি করে সারা দেশে সরবরাহের মাধ্যমে ব্যাপক সুনাম অর্জন করছেন তাঁরা। ২০০০ সালে ডিবি লটারি জিতে আমেরিকায় যান গৌর নিতাই মিষ্টান্ন ভান্ডারের কারিগর রানা ঘোষ। তিনি আমেরিকায় প্রতিষ্ঠা করেন গৌরনদী মিষ্টান্ন ভান্ডার নামের একটি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের মাধ্যমে বেশ স্বল্প সময়ে আমেরিকায়ও ছড়িয়ে পড়েছে গৌরনদী দধির সুনাম।

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ