হোম > সারা দেশ > বরিশাল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চাকরি ছাড়ার ঘোষণা নেছারাবাদ থানার ওসির

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছেন পিরোজপুরের নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার তুহিন। গতকাল রোববার বিকেলে তিনি নিজের ফেসবুক আইডিতে এই স্ট্যাটাস দেন। তবে এরপর থেকে তাঁর ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ রয়েছে। তাঁর অফিশিয়াল মোবাইল ফোনটি থানার পরিদর্শক (তদন্ত) এইচ এম শাহীনের কাছে।

এ ব্যাপারে জানতে চাইলে পিরোজপুরের পুলিশ সুপার (এসপি) মো. শরিফুল ইসলাম বলেন, ‘ফেসবুকে দেওয়া তাঁর স্ট্যাটাস আমরা দেখতে পেয়েছি। তবে এখনো তাঁর কোনো রিজাইন লেটার (অব্যাহতিপত্র) আমার হাতে আসেনি। তিনি হয়তো হতাশা থেকে এই স্ট্যাটাস দিয়েছেন।’

ওসির অফিশিয়াল নম্বরে ফোন করা হলে এইচ এম শাহীন বলেন, ‘আমিও ফেসবুকে তাঁর দেওয়া স্ট্যাটাসের খবর পেয়েছি। তবে তিনি এখনো চাকরি ছাড়েননি। তিনি বর্তমানে ছুটিতে আছেন। তাঁর ব্যক্তিগত ফোন নম্বরটি বন্ধ রয়েছে।’

ওসি গোলাম সরোয়ার তুহিন তাঁর দীর্ঘ স্ট্যাটাসে লিখেছেন, ‘আমি নতুন প্রজন্মের কাছে আমার মুক্তিযোদ্ধার কোটায় থাকা চাকরিটি ছেড়ে দিলাম। তারা নতুন উদ্যমে জায়গা পূরণ করে নেবেন এবং প্রত্যাশিতভাবে দেশকে সাজাবেন, এ অনুরোধ রাখলাম।’

ওসি আরও লিখেন, ‘আমি আমার বাবার দেখানো নীতিতেই বাকিটা পথ হাঁটব। বাবা বলেছিলেন, “যেখানে সম্মান নেই সেখান থেকে নিজেকে সরিয়ে নিও।” সাধারণ জনগণের কাছে পুলিশ যেভাবে অসম্মানিত হলেন, সে ইমেজ নিয়ে কীভাবে জনগণের সেবা করব। আমি আমার বাবার সম্মান রক্ষা করার জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীকে বিদায় জানালাম। আমি স্বেচ্ছায় অবসর গ্রহণের জন্য আবেদনপত্র পাঠিয়ে দিলাম। তবে আইন পেশার সঙ্গেই যুক্ত থাকব। সবার জন্য শুভকামনা রইল। আমিন, জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক।’

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম