হোম > সারা দেশ > ভোলা

তিন শিক্ষার্থীকে বেধড়ক পেটালেন বিদ্যালয়ের অফিস সহায়ক

লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহনে এসএসসির তিন পরীক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে করিমগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক মো. জিহাদ ও তাঁর বড় ভাই ফরহাদ হোসেনের বিরুদ্ধে।

গতকাল শনিবার রাতে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড করিমগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলো—ওই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মো. তুহিন, শান্ত ও মো. হাসান। 

তুহিন জানায়, রাতে তিন সহপাঠী মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। করিমগঞ্জ বাজারে এসে পৌঁছালে তাদের বিরুদ্ধে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর অভিযোগ তুলে বেধড়ক মারধর করেন বিদ্যালয়ের অফিস সহায়ক মো. জিহাদ ও তাঁর বড় ভাই ফরহাদ হোসেন। 

শান্ত জানায়, মারধরের সময় জিহাদের পা জড়িয়ে ধরলেও ক্ষমা করেননি তিনি। 

তুহিনের বাবা মো. কবির বলেন, ‘শুনেছি স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে। রাতেই তাদের লালমোহন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অফিস সহায়কের এমন ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার চাই।’ 

এ বিষয়ে জানতে করিমগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক মো. জিহাদের ফোনে নম্বরে একাধিকবার কল করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। 

নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করে জিহাদের বড় ভাই ফরহাদ হোসেন বলেন, রাতে ওই শিক্ষার্থীদের বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণে রাস্তার বাইরে পড়ে গিয়েছিলেন তিনি। এ ঘটনা শুনে ওই শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করতে গেলে জিহাদের সঙ্গে তারা দুর্ব্যবহার করে। এ জন্য তাদের মারধর করে জিহাদ। 

করিমগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ইকবাল হোসেন নিজাম বলেন, এ ঘটনা শুনে আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন তিনি। ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক প্রাতিষ্ঠানিকভাবে ও স্থানীয় পর্যায়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা