হোম > সারা দেশ > ভোলা

তিন শিক্ষার্থীকে বেধড়ক পেটালেন বিদ্যালয়ের অফিস সহায়ক

লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহনে এসএসসির তিন পরীক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে করিমগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক মো. জিহাদ ও তাঁর বড় ভাই ফরহাদ হোসেনের বিরুদ্ধে।

গতকাল শনিবার রাতে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড করিমগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলো—ওই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মো. তুহিন, শান্ত ও মো. হাসান। 

তুহিন জানায়, রাতে তিন সহপাঠী মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। করিমগঞ্জ বাজারে এসে পৌঁছালে তাদের বিরুদ্ধে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর অভিযোগ তুলে বেধড়ক মারধর করেন বিদ্যালয়ের অফিস সহায়ক মো. জিহাদ ও তাঁর বড় ভাই ফরহাদ হোসেন। 

শান্ত জানায়, মারধরের সময় জিহাদের পা জড়িয়ে ধরলেও ক্ষমা করেননি তিনি। 

তুহিনের বাবা মো. কবির বলেন, ‘শুনেছি স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে। রাতেই তাদের লালমোহন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অফিস সহায়কের এমন ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার চাই।’ 

এ বিষয়ে জানতে করিমগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক মো. জিহাদের ফোনে নম্বরে একাধিকবার কল করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। 

নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করে জিহাদের বড় ভাই ফরহাদ হোসেন বলেন, রাতে ওই শিক্ষার্থীদের বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণে রাস্তার বাইরে পড়ে গিয়েছিলেন তিনি। এ ঘটনা শুনে ওই শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করতে গেলে জিহাদের সঙ্গে তারা দুর্ব্যবহার করে। এ জন্য তাদের মারধর করে জিহাদ। 

করিমগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ইকবাল হোসেন নিজাম বলেন, এ ঘটনা শুনে আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন তিনি। ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক প্রাতিষ্ঠানিকভাবে ও স্থানীয় পর্যায়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা