হোম > সারা দেশ > বরিশাল

মোটরসাইকেলে বসায় তিন কিশোরকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) মোটরসাইকেলে বসাকে কেন্দ্র করে তিন কিশোরকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে তাদেরই বন্ধুদের বিরুদ্ধে। 

গতকাল শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। রাতেই বরিশাল কোতয়ালি মডেল থানায় ৭ জনকে আসামি করে মামলা করেছেন আহত অনিকের মা। 

আজ রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। 

আহতরা হচ্ছে অনিক মৃধা (১৮), সিয়াম (১৯) ও রাজা (১৮)। আহত ও অভিযুক্তরা সদ্য এসএসসি পাস করে কলেজে ভর্তির অপেক্ষায় রয়েছে। 

আহত অনিকের বাবা মান্নান সুমন আজকের পত্রিকাকে বলেন, অলি এবং রাফসানের নেতৃত্বে ১০-১৫ জন যুবক-কিশোর ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। কারণ আমার ছেলে অনিকের বন্ধু সিয়ামের সঙ্গে অলি ও রাফসানের বিরোধ ছিল। সেই বিরোধের জেরে অনিক এবং সিয়ামকে এলোপাতাড়ি কুপিয়ে ও রাজাকে বেধরক পিটিয়েছে আহত করা হয়েছে। তাদের বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিক তদন্তে মোটরসাইকেলে বসাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মামলা দায়ের হয়েছে। এখন অধিকতর তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযান: চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু