হোম > সারা দেশ > পিরোজপুর

মাদক ব্যবসায়ীর ভয়ে মুখ বন্ধ করে থাকলে হবে না : ডিআইজি

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

মাদক ব্যবসায়ীর ভয়ে মুখ বন্ধ করে থাকলে হবে না মন্তব্য করে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম আক্তারুজ্জামান বলেছেন, মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা দেশের জন্য বোঝা। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে। মাদক নির্মূলে সবাই এগিয়ে আসতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।  আজ শনিবার বেলা ১১টার দিকে পিরোজপুরের ভান্ডারিয়ায় শেখ কামাল অডিটোরিয়ামে জঙ্গি, সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন। 

ডিআইজি আরও বলেন, একজন অভিভাবককে তাঁর সন্তানদের প্রতি নজর রাখতে হবে। তাদের গতিবিধি লক্ষ করতে হবে। মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের উন্নয়নে যুব সমাজ অগ্রণী ভূমিকা পালন করে। আর সেই যুব সমাজ যদি মাদকাসক্ত হয় তাহলে দেশের উন্নয়ন মুখ থুবড়ে পরবে। তাই দেশ থেকে মাদককে নির্মূল করতে হবে। মাদক পেলেই পুলিশের পক্ষে থেকে ব্যবস্থা নেওয়া হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান। বক্তব্য দেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুনিরা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহীম, ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর, ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান, ভান্ডারিয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু, জাতীয় পার্টি জেপির সিনিয়র সহসভাপতি গোলাম সরওয়ার জোমাদ্দার, ভান্ডারিয়া সরকারি কলেজের প্রভাষক রিয়াজ মোরর্শেদ সেরনিয়াবাতসহ অনেকে।

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা