হোম > সারা দেশ > বরিশাল

দুই সহোদরের উদ্যোগে এক টাকায় ইফতার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ইফতার বিক্রি করছেন বরিশাল নগরের দুই সহোদর। ছবি: আজকের পত্রিকা

রোজাদারদের জন্য কম টাকায় ইফতারসামগ্রী বিক্রির উদ্যোগ নিয়েছেন বরিশাল নগরের দুই সহোদর। ফুটপাতে তাঁরা ১ থেকে ২ টাকায়ও ইফতারসামগ্রী বিক্রি করছেন। এতে নগরের ফকিরবাড়ী রোডে সম্রাট আর আকাশের ইফতারির দোকানে রমজানের শুরু থেকেই নিম্ন ও মধ্যবিত্তদের ভিড় লেগেই আছে। এমন উদ্যোগে খুশি রোজাদাররা।

দোকানিরা জানিয়েছেন, ১ টাকার বিনিময়ে ইফতার পণ্য হিসেবে পাওয়া যাচ্ছে দুটি সামগ্রী। সেগুলো হলো আলুর চপ ও কলার চপ। ২ টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে পেঁয়াজি বড়া, বেগুনি, সবজির বড়া ও কুমড়ো বড়া। এ ছাড়া ডিমের সাসলিক ১০ টাকা, মুরগির সাসলিক ২০ টাকা এবং গরুর সাসলিক ৩০ টাকায় পাওয়া যাচ্ছে।

ইফতারসামগ্রী কিনতে আসা সোনিয়া আক্তার বলেন, ‘আমরা পণ্য কিনেই বুঝেছি তাদের তেমন একটা লাভ হচ্ছে না। এটা বিক্রেতার উদারতার দৃষ্টান্ত।’ মজিবর রহমান নামক অপর এক ক্রেতা বলেন, ‘আমার সাধ্য আছে ১০ টাকায় ইফতার করার। ১০ টাকা দিয়ে এখানে ভরপুর ইফতারি খাওয়া যাবে। অন্য স্থানে ১০ টাকায় ইফতারসামগ্রীই পাওয়া যায় না। এত অল্প দামে ইফতার কিনতে পারায় সাধারণ মানুষ খুশি।’

জানতে চাইলে বিক্রেতা মাহমুদ হাসান আকাশ বলেন, রমজান মাস হচ্ছে রহমত বরকতের মাস। এই অছিলায় আমরা সাশ্রয়ী মূল্যে ইফতারসামগ্রী বিক্রি করছি। রমজান মাসে যত টুকো পারি সাধ্যমতো দাম কমিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।’ তিনি এটাকে একধরনের সেবা মনে করছেন।

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি