হোম > সারা দেশ > পিরোজপুর

মারা গেলেন সড়ক দুর্ঘটনায় আহত স্কুলশিক্ষক

নাজিরপুর ও পিরোজপুর প্রতিনিধি 

পিরোজপুরের নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিত্যানন্দ মজুমদার (৫৬) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

স্কুলশিক্ষক নিত্যানন্দ মজুমদার উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের নৈলতলা গ্রামের মৃত কুমদ বিহারী মজুমদারের ছেলে ও উপজেলার গড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। শ্রীরামকাঠী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আ. লীগের সভাপতিও ছিলেন তিনি।

স্কুলশিক্ষকের ছেলে কৈশিক মজুমদার বলেন, গত ১৫ মে রাতে আমার বাবা গোপালগঞ্জ থেকে মোটরসাইকেলে করে নাজিরপুরে ফিরছিলেন। উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের নতুন রাস্তা নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি খাদে পড়ে যায়। এ সময় গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে স্থানীয়রা উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

প্রাথমিক চিকিৎসা শেষে আমার বাবাকে উন্নত চিকিৎসার জন্য গাজী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

গড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদানন্দ মণ্ডল বলেন, আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় স্কুলশিক্ষক নিত্যানন্দ মজুমদারের মৃত্যু হয়েছে। 
 
স্থানীয় ইউপি চেয়ারম্যান ও শ্রীরামকাঠী ইউনিয়নের আ. লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. আলতাফ হোসেন বেপারী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, স্কুলশিক্ষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ