হোম > সারা দেশ > পিরোজপুর

মারা গেলেন সড়ক দুর্ঘটনায় আহত স্কুলশিক্ষক

নাজিরপুর ও পিরোজপুর প্রতিনিধি 

পিরোজপুরের নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিত্যানন্দ মজুমদার (৫৬) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

স্কুলশিক্ষক নিত্যানন্দ মজুমদার উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের নৈলতলা গ্রামের মৃত কুমদ বিহারী মজুমদারের ছেলে ও উপজেলার গড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। শ্রীরামকাঠী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আ. লীগের সভাপতিও ছিলেন তিনি।

স্কুলশিক্ষকের ছেলে কৈশিক মজুমদার বলেন, গত ১৫ মে রাতে আমার বাবা গোপালগঞ্জ থেকে মোটরসাইকেলে করে নাজিরপুরে ফিরছিলেন। উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের নতুন রাস্তা নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি খাদে পড়ে যায়। এ সময় গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে স্থানীয়রা উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

প্রাথমিক চিকিৎসা শেষে আমার বাবাকে উন্নত চিকিৎসার জন্য গাজী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

গড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদানন্দ মণ্ডল বলেন, আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় স্কুলশিক্ষক নিত্যানন্দ মজুমদারের মৃত্যু হয়েছে। 
 
স্থানীয় ইউপি চেয়ারম্যান ও শ্রীরামকাঠী ইউনিয়নের আ. লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. আলতাফ হোসেন বেপারী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, স্কুলশিক্ষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম