হোম > সারা দেশ > বরিশাল

বাবুগঞ্জে ডিবি পুলিশের ওপর মাদক কারবারিদের হামলার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বাবুগঞ্জ থানা। ফাইল ছবি

বরিশালের বাবুগঞ্জে মাদক কারবারিদের হামলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানকারী দলের কনস্টেবলসহ তিনজন জখমের ঘটনায় মামলা হয়েছে। ডিবি পুলিশের এস আই মোহাম্মদ গোলাম আজাদ বাদী হয়ে আজ শুক্রবার বাবুগঞ্জ থানায় মামলাটি করেছেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে জেলার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের দারোগারহাট এলাকায় হামলার এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর জখম হওয়া তিনজন হলেন ডিবি পুলিশের কনস্টেবল মো. ইমরান এবং ডিবি পুলিশের সোর্স মো. শাওন ও মো. সাগর। তাঁদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডিবি পুলিশের পরিদর্শক মোস্তফা আনোয়ার জানান, বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের দারোগারহাট এলাকায় হারুন খার ফার্মের বাগানে অভিযান চালানো হয়। এ সময় মাদক কারবারিরা হামলা চালান। এতে মাদক কারবারিদের চাকুর আঘাতে বাম গালসহ শরীরের তিন স্থানে জখম হয়েছে কনস্টেবল ইমরানের। এ সময় সোর্স সাগর ও শাওনও গুরুতরভাবে জখম হয়েছেন। পরে মাদক কারবারিরা পালিয়ে যান। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে আজ পর্যন্ত তাঁদের গ্রেপ্তার করা যায়নি।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম সাংবাদিকদের জানান, ডিবি পুলিশের ওপর হামলাকারীরা পলাতক রয়েছেন। তবে তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ