হোম > সারা দেশ > বরিশাল

বাবুগঞ্জে ডিবি পুলিশের ওপর মাদক কারবারিদের হামলার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বাবুগঞ্জ থানা। ফাইল ছবি

বরিশালের বাবুগঞ্জে মাদক কারবারিদের হামলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানকারী দলের কনস্টেবলসহ তিনজন জখমের ঘটনায় মামলা হয়েছে। ডিবি পুলিশের এস আই মোহাম্মদ গোলাম আজাদ বাদী হয়ে আজ শুক্রবার বাবুগঞ্জ থানায় মামলাটি করেছেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে জেলার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের দারোগারহাট এলাকায় হামলার এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর জখম হওয়া তিনজন হলেন ডিবি পুলিশের কনস্টেবল মো. ইমরান এবং ডিবি পুলিশের সোর্স মো. শাওন ও মো. সাগর। তাঁদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডিবি পুলিশের পরিদর্শক মোস্তফা আনোয়ার জানান, বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের দারোগারহাট এলাকায় হারুন খার ফার্মের বাগানে অভিযান চালানো হয়। এ সময় মাদক কারবারিরা হামলা চালান। এতে মাদক কারবারিদের চাকুর আঘাতে বাম গালসহ শরীরের তিন স্থানে জখম হয়েছে কনস্টেবল ইমরানের। এ সময় সোর্স সাগর ও শাওনও গুরুতরভাবে জখম হয়েছেন। পরে মাদক কারবারিরা পালিয়ে যান। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে আজ পর্যন্ত তাঁদের গ্রেপ্তার করা যায়নি।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম সাংবাদিকদের জানান, ডিবি পুলিশের ওপর হামলাকারীরা পলাতক রয়েছেন। তবে তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা