পটুয়াখালীর কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর (ঘোড়া প্রতীক) কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এতে স্বতন্ত্র প্রার্থীর আটজন কর্মী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের মোনসাতলী গ্রামে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন শাহানারা বেগম, সাজেদা বেগম, মুক্তা বেগম, নান্নু সিকদার, রিফাত বিন ওয়ালী অমিত, সিফাত বিন ওয়ালী অনিক, সাজ্জাদ হোসেন ও শহিদ মৌলভি। তাঁদের মধ্যে শাহানারা ও মুক্তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, আজ বেলা ১১টার দিকে ঘোড়া প্রতীকের ওয়ালিয়ুল ইসলাম নান্নু তাঁর কর্মীদের নিয়ে মোনসাতলী গ্রামে প্রচারণায় নামেন। এ সময় ঘোলের পাড় এলাকায় পৌঁছালে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী দেলোয়ার হোসেনের লোকজন তাঁদের ওপর হামলা চালান। এতে স্বতন্ত্র প্রার্থীর আট কর্মী আহত হন। আহতদের উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক আহত দুই নারীকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠান।
এ বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ দেলোয়ার হোসেন বলেন, ‘আমার কোনো সমর্থক কাউকে আঘাত করেননি। এটি সম্পূর্ণ সাজানো ঘটনা।’
কলাপাড়া উপজেলার মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল খায়ের বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ নিয়ে এখনো কোনো অভিযোগ পাইনি।’