হোম > সারা দেশ > বরিশাল

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে বরিশালে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

করোনা সংক্রমণের কারণে আসন্ন এইচএসসি পরীক্ষা দুই মাস পেছানোর দাবিতে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. ইউনুছ আলী সিদ্দিকীকে অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার দুপুরে বরিশালের নতুল্লাবাদে শিক্ষা বোর্ডের সামনে ঘণ্টাব্যাপী এই ঘটনা ঘটে।

আন্দোলনকারী শিক্ষার্থী ও বোর্ডের কর্মচারীরা জানায়, বোর্ড চেয়ারম্যান দুপুরে গাড়ি নিয়ে বের হওয়ার সময় শিক্ষার্থীরা তাঁকে ঘিরে ধরে। তারা পরীক্ষা পেছানোর জন্য চেয়ারম্যানের কাছে দাবি জানায়। তারা বলে, কোনো সিদ্ধান্ত ছাড়া শিক্ষা বোর্ড থেকে সরবে না তারা।

এ সময় বোর্ড চেয়ারম্যান শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে। শিগগির সিদ্ধান্ত জানানো হবে।

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের গাড়ি ঘিরে ধরে শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

এর আগে পরীক্ষা পেছানোর দাবিতে সকাল থেকে শিক্ষা বোর্ডের সামনে একদল পরীক্ষার্থী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। তারা বলছে, করোনাভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ার পরও স্বাস্থ্যঝুঁকি উপেক্ষা করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত অমানবিক। এ জন্য তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছে।

শিক্ষার্থীরা ২৬ জুন থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা দুই মাস পেছানোর দাবি জানায়। এ ছাড়া এমসিকিউ ও সৃজনশীলে যৌক্তিক পাস নম্বর নির্ধারণ করে মূল্যায়ন করা এবং ২০২৭ সালের নতুন কারিকুলাম প্রবর্তনের আগে ২০২৫ সালের পরীক্ষার্থীদের ওপর নতুন নিয়ম চাপিয়ে না দিয়ে আগের নিয়মে পরীক্ষা নেওয়ার দাবি জানায়।

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযান: চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু