হোম > সারা দেশ > ভোলা

মেঘনা থেকে থ্রিপিস-শাড়িসহ ২২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ভোলা প্রতিনিধি

শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে পাচার হওয়া ভারতীয় শাড়ি, থ্রিপিস, চিকিৎসাসামগ্রীসহ প্রায় ২২ কোটি টাকার পণ্য ভোলার মেঘনা নদী থেকে জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা পণ্যের মধ্যে ১৭ হাজার ৮২৪টি বিভিন্ন মানের ভারতীয় শাড়ি, ১৬৬টি থ্রিপিস ও ৬ হাজার ৪৪২টি চিকিৎসাসামগ্রী রয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে ভোলা কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি বেইজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে লেফটেন্যান্ট এম মমিনুল ইসলাম (স্টাফ অফিসার) এ তথ্য জানান।

এম মমিনুল ইসলাম জানান, সোমবার সকালে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতলীসংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালায় কোস্ট গার্ড দক্ষিণ জোনের একটি দল। এ সময় ইঞ্জিনচালিত একটি কাঠের নৌকাকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু নৌকাটি না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। কোস্ট গার্ড চার রাউন্ড ফাঁকা গুলি করার পর পাচারকারীরা নৌকাটি চরের পাশে রেখে পালিয়ে যায়।

এম মমিনুল ইসলাম আরও জানান, এফবি আবিদ নামের ওই নৌকায় শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা এসব পণ্য পাওয়া যায়। জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ২১ কোটি ৯০ লাখ ৭৫ হাজার টাকা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে জব্দ করা পণ্য ও নৌকাটি ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

ডাকসু নির্বাচনে মিছিলে ৫০ জনও পাইনি, ভোট পেয়েছি ১১ হাজার: নুরুল হক

বিড়ি খাওয়া নিয়ে বক্তব্যে জামায়াতের ২ কোটি ভোট বেড়েছে: ড. ফয়জুল হক

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়