হোম > সারা দেশ > বরিশাল

গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় ২ মাছ ব্যবসায়ী নিহত

প্রতিনিধি, গৌরনদী (বরিশাল)

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার গৌরনদী ফায়ার সার্ভিস অফিসের সামনে প্রাইভেট কারের ধাক্কায় আহত দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শনিবার গৌরনদী হাইওয়ে থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ প্রাইভেটকারটি জব্দ করেছে তবে চালক পলাতক। 

নিহতরা হলেন, মাদারীপুর জেলার কালকিনি উপজেলার লক্ষ্মীপুর পখিরা গ্রামের আব্দুর রশিদ সরদারের পুত্র মাছ ব্যবসায়ী বাদল সরদার (৪৫) ও একই গ্রামের ইয়াকুব মালের পুত্র লোকমান মাল (৪৩)। 

পুলিশ ও স্থানীয়রা জানান, মাছের পোনা নিয়ে ভ্যান যোগে গৌরনদী যাওয়ার পথে গৌরনদী উপজেলার গৌরনদী ফায়ার সার্ভিস অফিসের সামনে পৌঁছালে প্রাইভেট কার মাছের ভ্যানটিকে ধাক্কা দিলে দুই মাছ ব্যবসায়ী আহত হয়। এ সময় স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি ঘটলে বিকেলে আহত দুই মাছ ব্যবসায়ীকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, চিকিৎসাধীন অবস্থায় দুই মাছ ব্যবসায়ী শুক্রবার বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় শনিবার গৌরনদী হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ প্রাইভেটকারটি জব্দ করতে পারলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা