হোম > সারা দেশ > বরিশাল

জাপা কার্যালয় ভাঙচুর মামলার বাদী গণঅধিকার পরিষদের মামলায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

গ্রেপ্তার আল আমিন। ছবি: সংগৃহীত

বরিশালে জাতীয় পার্টির (জাপা) কার্যালয় ভাঙচুরের ঘটনায় করা মামলার বাদী আল আমিনকে গণঅধিকার পরিষদের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে তাঁকে নগর ভবন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আল আমিন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করেছিলেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গণঅধিকারের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে গত ৩০ মে জাপা নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়। একই দিন জাপা কার্যালয় ভাঙচুরের অভিযোগে গণঅধিকারের সভাপতি নুরুল হক নুরু, সাধারণ সম্পাদক মো. রাশেদ খানসহ অন্যদের বিরুদ্ধে মামলা করেন আল আমিন।

জাপার প্রেসিডিয়াম সদস্য ও মহানগর সদস্যসচিব ইকবাল হোসেন তাপস জানান, আল আমিন জাপার সহযোগী সংগঠন তরুণ পার্টির জেলা সভাপতি। পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পোস্টার লাগাতে বের হন। রাত ৩টার দিকে নগর ভবন এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে গণঅধিকার পরিষদের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। ওই মামলার এজাহারে আল আমিনের নাম নেই।

তবে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, গণঅধিকারের মামলায় অজ্ঞাতনামা আসামির তালিকায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

জাতীয় যুব শ্রমিক লীগের মহানগর সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ দুপুরে নগরের বালুরমাঠ কলোনি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, রাজনৈতিক মামলায় জয়নালকে গ্রেপ্তার করা হয়েছে।

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু