হোম > সারা দেশ > বরিশাল

শ্রমিকনেতা দীপু হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বাসদের শ্রমিক ফ্রন্টের নেতা দীপু হালদার হত্যার বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ বুধবার সকালে বরিশাল নগরের অশ্বিনীকুমার টাউন হলের সামনে এ বিক্ষোভ সমাবেশ হয়। বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা শাখা। 

সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী। 

এ সময় বক্তারা বলেন, দীপু হালদার ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার সদস্য। গত বছরের ২৭ জানুয়ারি নগরের ইছাকাঠি এলাকায় সন্ত্রাসী হামলায় ছুরিকাহত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হলেও বিচার হয়নি। বরং আসামিরা প্রকাশ্যে মাদক কারবার চালাচ্ছেন। 

বক্তারা আরও বলেন, দীপু হালদার শ্রমজীবী মানুষের পক্ষের সব আন্দোলনে অংশগ্রহণ করতেন। তাঁর নিজের আবাসিক এলাকায় তাঁকে ছুরিকাহত করে হত্যার ঘটনা এবং বিচারহীনতা বরিশালবাসীকে উদ্বিগ্ন করেছে। 

সমাবেশে বক্তব্য দেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন খোকন, বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, নিহত দীপু হালদারের বোন সঞ্জু হালদার, নিহত দীপু হালদারের মেয়ে ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর শাখার সদস্য লামিয়া সাইমন প্রমুখ।

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত

বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন