হোম > সারা দেশ > বরিশাল

চরমোনাইয়ের তিন দিনের মাহফিল কাল শুরু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের চরমোনাই দরবার শরীফে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল কাল বুধবার শুরু হচ্ছে। প্রতিবছর দুটি মাহফিল হয় চরমোনাইয়ে। এর মধ্যে ফাল্গুন মাসের মাহফিলটি তাদের প্রধান হিসেবে গণ্য করা হয়। কয়েক লাখ মুসল্লি এই মাহফিলে অংশ নেন।

মাহফিল বাস্তবায়ন কমিটির মিডিয়া সেলের সদস্য কে এম শরীয়ত উল্লাহ বলেন, আজ জোহরের নামাজের পর উদ্বোধনী বয়ান করে মাহফিলের সূচনা করবেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিন দিনের মাহফিলে পীর পাঁচটি ও তাঁর ভাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম দুটি বয়ান করবেন। শনিবার সকাল ৮টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হবে।

দ্বিতীয় দিন বৃহস্পতিবার দুপুরে ওলামা-মাশায়েখ মহাসমাবেশ এবং তৃতীয় দিন শুক্রবার ছাত্র আন্দোলনের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। উভয় কর্মসূচিতে চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীমসহ দলের শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য দেবেন।

কে এম শরীয়ত উল্লাহ আরও বলেন, মাহফিলে মুসল্লিদের জন্য ৩০০ একর এলাকাজুড়ে ছয়টি প্যান্ডেল নির্মিত হয়েছে। প্রতি বছরই প্যান্ডেল উপচে আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় মুসল্লিরা উন্মুক্ত স্থানে অবস্থান নেন। ১৯২৪ সাল থেকে বছরে দুইবার চরমোনাইতে তিন দিনের মাহফিল হচ্ছে।

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম