হোম > সারা দেশ > বরিশাল

চরমোনাইয়ের তিন দিনের মাহফিল কাল শুরু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের চরমোনাই দরবার শরীফে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল কাল বুধবার শুরু হচ্ছে। প্রতিবছর দুটি মাহফিল হয় চরমোনাইয়ে। এর মধ্যে ফাল্গুন মাসের মাহফিলটি তাদের প্রধান হিসেবে গণ্য করা হয়। কয়েক লাখ মুসল্লি এই মাহফিলে অংশ নেন।

মাহফিল বাস্তবায়ন কমিটির মিডিয়া সেলের সদস্য কে এম শরীয়ত উল্লাহ বলেন, আজ জোহরের নামাজের পর উদ্বোধনী বয়ান করে মাহফিলের সূচনা করবেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিন দিনের মাহফিলে পীর পাঁচটি ও তাঁর ভাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম দুটি বয়ান করবেন। শনিবার সকাল ৮টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হবে।

দ্বিতীয় দিন বৃহস্পতিবার দুপুরে ওলামা-মাশায়েখ মহাসমাবেশ এবং তৃতীয় দিন শুক্রবার ছাত্র আন্দোলনের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। উভয় কর্মসূচিতে চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীমসহ দলের শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য দেবেন।

কে এম শরীয়ত উল্লাহ আরও বলেন, মাহফিলে মুসল্লিদের জন্য ৩০০ একর এলাকাজুড়ে ছয়টি প্যান্ডেল নির্মিত হয়েছে। প্রতি বছরই প্যান্ডেল উপচে আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় মুসল্লিরা উন্মুক্ত স্থানে অবস্থান নেন। ১৯২৪ সাল থেকে বছরে দুইবার চরমোনাইতে তিন দিনের মাহফিল হচ্ছে।

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত

বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন