হোম > সারা দেশ > বরিশাল

চরমোনাইয়ের তিন দিনের মাহফিল কাল শুরু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের চরমোনাই দরবার শরীফে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল কাল বুধবার শুরু হচ্ছে। প্রতিবছর দুটি মাহফিল হয় চরমোনাইয়ে। এর মধ্যে ফাল্গুন মাসের মাহফিলটি তাদের প্রধান হিসেবে গণ্য করা হয়। কয়েক লাখ মুসল্লি এই মাহফিলে অংশ নেন।

মাহফিল বাস্তবায়ন কমিটির মিডিয়া সেলের সদস্য কে এম শরীয়ত উল্লাহ বলেন, আজ জোহরের নামাজের পর উদ্বোধনী বয়ান করে মাহফিলের সূচনা করবেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিন দিনের মাহফিলে পীর পাঁচটি ও তাঁর ভাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম দুটি বয়ান করবেন। শনিবার সকাল ৮টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হবে।

দ্বিতীয় দিন বৃহস্পতিবার দুপুরে ওলামা-মাশায়েখ মহাসমাবেশ এবং তৃতীয় দিন শুক্রবার ছাত্র আন্দোলনের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। উভয় কর্মসূচিতে চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীমসহ দলের শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য দেবেন।

কে এম শরীয়ত উল্লাহ আরও বলেন, মাহফিলে মুসল্লিদের জন্য ৩০০ একর এলাকাজুড়ে ছয়টি প্যান্ডেল নির্মিত হয়েছে। প্রতি বছরই প্যান্ডেল উপচে আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় মুসল্লিরা উন্মুক্ত স্থানে অবস্থান নেন। ১৯২৪ সাল থেকে বছরে দুইবার চরমোনাইতে তিন দিনের মাহফিল হচ্ছে।

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ