হোম > সারা দেশ > বরিশাল

নগরীতে কোনো বহিরাগত থাকবে না, বাড়ি বাড়ি তল্লাশি করা হবে: বিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল থেকে

নির্বাচনের ২৪ ঘণ্টা আগ থেকে নগরীতে কোনো বহিরাগত থাকবে না। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করা হবে বলে মন্তব্য করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার সাইফুল ইসলাম।

আজ শনিবার ১১টায় নগরীর বিএমপি হেডকোয়ার্টারে নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার এসব কথা বলেন ৷

সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের মেসেজ খুব ক্লিয়ার। এখানে যাঁরা বহিরাগত আছেন, তারা রাত ১২টা পর্যন্ত থাকবেন। আগামীকাল থেকে নগরীতে আমরা কোনো বহিরাগত দেখতে চাই না। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আমরা চেকপোস্ট বসাব। বহিরাগত কাউকে পেলে নগরীতে থাকার জন্য তাঁদের যৌক্তিক কারণ দেখাতে হবে ৷ চিকিৎসার কাজে আসা, গর্ভবর্তী মেয়ের সেবার জন্য আসা মা বা দীর্ঘদিনের ভাড়াটিয়া ও কর্মসূত্রে বরিশালে থাকা বহিরাগতদের ক্ষেত্রে আমরা নমনীয় হব। এ ছাড়া অন্য কোনো কারণ গ্রহণযোগ্য হবে না৷ আমরা আজ রাত ১২টার পর থেকেই বাড়ি বাড়ি অভিযান চালাব। এই অভিযান অব্যাহত থাকবে।’

নির্বাচনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র‍্যাব, বিজিবি, এবিপিএন ও আনসার মিলিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোট ৪ হাজার ৪০০ সদস্য মোতায়েন থাকবেন। সুষ্ঠু, সুন্দর, পক্ষপাতহীন নির্বাচনের আশাবাদ ব্যক্ত করে বিএমপি কমিশনার বলেন, ‘সবার ক্ষেত্রে আইন সেইম। আমরা কোনো প্রার্থী চিনি না, প্রতীক চিনি না, দল চিনি না। আমরা চিনি মানুষ ও ভোটার। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবে।’

বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতারা, একটি দলের মুরিদরা বাইরে থেকে এসে নগরীতে প্রচার চালাচ্ছেন। এ বিষয়গুলো কীভাবে ভাবছেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএমপি কমিশনার বলেন, ‘নির্বাচন পরিচালনা করার জন্য বিভিন্ন দলের সমন্বয় দল থাকে। এটা অফিশিয়াল, তবে সেটা দুই বা তিনজনের বেশি না৷ এই টাইপের যদি কিছু হয়, সে ক্ষেত্রে আমরা ওভারলুক করতেই পারি। বাট সবার জন্য একই আইন৷ ’

একজন মেয়র পদপ্রার্থী অভিযোগ করছেন, গোয়েন্দা সংস্থার লোকজন একজন বিশেষ প্রার্থীকে জেতানোর জন্য মাঠে নেমেছেন। এই অভিযোগের বিষয়ে আপনার বক্তব্য কী? উত্তরে সাইফুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমার জানা নেই। আজই প্রথম শুনলাম। তবে এসব বিষয়ে গণমাধ্যমে অভিযোগ না করে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করলে আমরা পরবর্তী ব্যবস্থা নিতে পারব।’

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

মা-মেয়ে খুন: প্রথমবার শ্বশুরবাড়িতে গৃহকর্মী আয়েশা, ফিরলেন গ্রেপ্তার হয়ে

শখের হাঁসটি ধরে নিয়ে গেলেন এনজিও কর্মীরা

৮ দফা দাবিতে রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা শিক্ষার্থীদের

সেতু উদ্বোধন অনুষ্ঠানে হামলার ঘটনায় অজ্ঞাতনামা ৩০০ গ্রামবাসীর বিরুদ্ধে মামলা

বিএনপির একটি অংশকে প্রতিহত না করলে দিন দিন ভোট কমে যাবে: হেনস্তার ঘটনায় ব্যারিস্টার ফুয়াদ