হোম > সারা দেশ > ভোলা

রাজধানীর মোহাম্মদপুরে আল আমিন হত্যা: ভোলা থেকে দুই আসামি গ্রেপ্তার

ভোলা প্রতিনিধি

আল আমিন হত্যাকাণ্ডে দুই আসামিকে ভোলা থেকে গ্রেপ্তার করা হয়। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে আল আমিন হত্যাকাণ্ডে দুই আসামিকে ভোলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার (১৮ জুলাই) রাতে ভোলার চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার (১৯ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৮ ভোলা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভি।

গ্রেপ্তারকৃতরা হলেন লালমোহন উপজেলার পাঙ্গাশিয়া এলাকার মোস্তফার ছেলে মোশারফ হোসেন (২৬) ও চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের শাহাবুদ্দিনের ছেলে মো. রিপন ওরফে গিট্টু রিপন (২৪)।

র‍্যাব কর্মকর্তা শাহরিয়ার রিফাত আজকের পত্রিকাকে জানান, তাঁর নেতৃত্বে র‍্যাব-৮-এর একটি দল গতকাল রাতে ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। তিনি বলেন, গ্রেপ্তারকৃত মোশারফ পেশায় একজন অটোরিকশাচালক। এর আড়ালে তিনি ঢাকার মোহাম্মদপুর ও এর আশপাশের এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিতেন। পাশাপাশি তিনি মাদক কারবার এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন। এর আগেও একাধিকবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, রিপন ওরফে গিট্টু রিপন পেশায় রংমিস্ত্রি। কিন্তু মোশারফের নেতৃত্বে চুরি, ছিনতাই ও মাদক কারবারে তিনি জড়িত। র‍্যাব-৮ জানায়, নিহত আল আমিন আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে কাজ করতেন। কিছুদিন আগে তিনি মোশারফের ছোট ভাই মান্নানকে পুলিশে ধরিয়ে দিতে সহায়তা করেছিলেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে মোশারফ ও তাঁর সহযোগীরা পূর্বপরিকল্পনা অনুযায়ী ১৬ জুলাই সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে চাঁদ উদ্যান এলাকায় তাঁকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় আল আমিনের মা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় এই দুজনকে গ্রেপ্তার করা হয়।

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত

বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন