হোম > সারা দেশ > বরিশাল

শিক্ষা অর্জনে গবেষণার কোনো বিকল্প নেই: ববিতে সেমিনারে বক্তারা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে বক্তারা শিক্ষা অর্জনে গবেষণার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন। ‘প্রমোটিং আন্ডারগ্র্যাজুয়েট রিসার্চ কালচার: এ নিউ এরা অব বিউ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া এবং কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. খোরশেদ আলম। 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘শিক্ষার্থীদের গবেষণাকর্মে বেশি বেশি মনোযোগী হতে হবে। কারণ গবেষণা ছাড়া যে শিক্ষা অর্জন করা হয় তা প্রকৃত শিক্ষা নয়। প্রকৃত শিক্ষা অর্জন করতে হলে গবেষণার কোনো বিকল্প নেই। গবেষণা ছাড়া শিক্ষা দেশ ও জাতির কোনো কল্যাণে আসে না।’

বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির সভাপতি কাজী নাভিদ নাসিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তাসহ অন্যান্য অতিথি এবং বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির নেতারা উপস্থিত ছিলেন।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা