হোম > সারা দেশ > বরিশাল

শেবাচিম হাসপাতালে অব্যবস্থাপনা: এমপি হাসানাতকে দায়ী করলেন প্রতিমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ব‌রিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের অব্যবস্থাপনার জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহকে দায়ী করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি। 

আজ রোববার বরিশাল রামকৃঞ্চ মিশনের এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এমন বক্তব্য দেওয়ার সময় তাঁর পাশে বসা ছিলেন হাসানাত আবদুল্লাহর ছোট ভাই সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। 

আবুল হাসানাত আবদুল্লাহ বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রতিমন্ত্রী শামীম সহসভাপতি। 

বরিশাল আওয়ামী লীগের রাজনীতিতে তাঁরা বিপরীত মেরুতে অবস্থান করছেন। প্রতিমন্ত্রী গ্রুপের সঙ্গে একাট্টা হয়েছেন নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সের‌নিয়াবাত।

আজ নগরীর রামকৃঞ্চ মিশনে শারদীয় দুর্গপূজা উপলক্ষে খায়ের আবদুল্লাহর পক্ষে বরিশাল মহানগর ও সদর উপজেলার ৭২টি মণ্ডপে আর্থিক অনুদান দেওয়া হয়। এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি এবং বিশেষ অতিথি ছিলেন মেয়র আবুল খায়ের আবদুল্লাহ। 

প্রতিমন্ত্রী বলেন, বরিশাল-৫ (মহানগর-সদর) আসনের এমপি পদাধিকার বলে শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হবেন। সে হিসেবে তিনিই সভাপতি থাকার কথা। বিগত এমপি জেবুন্নেছা আফরোজের মেয়াদে হাসানাত আবদুল্লাহ সভাপতি পদটি বাগিয়ে নেন। এরপর (২০১৮ নির্বাচনে) তিনি (প্রতিমন্ত্রী শামীম) এমপি হলেও আবুল হাসানাত আবদুল্লাহ সভাপতি পদ ছাড়েননি। তাঁর নিষ্ক্রিয়তায় হাসপাতালে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। 

প্রতিমন্ত্রী বলেন, তাঁর আশা ছিল ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকে অনুদান নিয়ে তাঁদের নামে হাসপাতালে ওয়ার্ড স্থাপন ও উন্নয়ন করবেন। কিন্তু হাসানাত আবদুল্লাহ সভাপতি পদ আঁকড়ে রাখায় তিনি কিছুই করতে পারেননি। আগামী নির্বাচনে ফের নির্বাচিত হতে পারলে শেবাচিম হাসপাতালে তাঁর পদ তিনি বুঝে নেবেন।

তরমুজ ‘বিপ্লবে’ সারসংকট

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে মুলা পাঠালেন ইসলামী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা

বরিশালে যুবকের লাশ হাসপাতালে রেখে পলায়ন, শরীরে পোড়া দাগ, গ্রেপ্তার ৩

বরিশাল সিটি করপোরেশন: চাকরি স্থায়ীকরণের দাবিতে নগর ভবনে বিক্ষোভ, কর্মবিরতির ঘোষণা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন ১৪ ফেব্রুয়ারি

নির্বাচন নিয়ে টালবাহানা করলে মানুষ উৎখাত করবে: চরমোনাই পীর

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে র‍্যাগিং, তদন্তে ৪ সদস্যের কমিটি

বাউফলে অজ্ঞাত রোগে ৬ মহিষের মৃত্যু

সমতল জমিতে কমলা চাষে সফল দশমিনার আনিছুর

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ