হোম > সারা দেশ > বরগুনা

বেতাগীতে শয়নকক্ষ থেকে দম্পতির মরদেহ উদ্ধার

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগীতে শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার মোকামিয়া ইউনিয়নের জোয়ার করুণা এলাকা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতেরা হলেন ওই এলাকার মনির হাওলাদারের ছেলে আসলাম হাওলাদার (২২) ও তাঁর স্ত্রী তামান্না বেগম (১৮)। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এক বছর আগে বাড়ির পাশের হিরু হাওলাদারের মেয়ে তামান্নার সঙ্গে আসলামের প্রেমের সম্পর্কে বিয়ে হয়। আসলামের বাবা ঢাকায় রডের মিলে কাজ করেন। আসলাম তাঁর মা ও স্ত্রীকে নিয়ে বাড়িতে থাকতেন। গত বৃহস্পতিবার আসলামের মা পারভিন আক্তার তাঁর বাবার বাড়ি বেড়াতে যান। আজ শনিবার সকালে প্রতিবেশীরা আসলাম দম্পতির সাড়াশব্দ না পেয়ে তালা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় ঘরের দোতলায় তাঁদের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। 

নিহত তামান্নার মা জেসমিন আক্তার বলেন, ‘এক বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে আসলামের সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়। এরপর থেকে তাদের সঙ্গে আমাদের আর যোগাযোগ ছিল না।’ 

বেতাগী থানার পুলিশের উপপরিদর্শক মো. শাখাওয়াত হোসেন বলেন, ঘটনাস্থলে এসে বাড়ির দোতলা থেকে দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রহস্য উন্মোচনে সিআইডি টিম বিষয়টি তদন্ত করছে।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর-বেতাগী সার্কেল) মো. মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের পর নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। 

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম