হোম > সারা দেশ > বরিশাল

আগৈলঝাড়ায় স্কুলছাত্রীকে অপহরণের ২ মাস পর উদ্ধার

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় অপহরণের দুই মাস পর স্কুলছাত্রীকে উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ওই স্কুলছাত্রীর মেডিকেল পরীক্ষার জন্য বরিশালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়। 

জানা যায়, গত ৫ জানুয়ারি উপজেলার বারপাইকা গ্রামের রিপন বাড়ৈর মেয়ে ও বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পিংকি বাড়ৈ প্রাইভেট পরতে গিয়ে নিখোঁজ হয়। তাকে বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে গত ৯ জানুয়ারি স্কুলছাত্রীর মা অঞ্জলী বাড়ৈ বাদী হয়ে আগৈলঝাড়ায় থানায় একটি সাধারণ ডায়েরি করেন। 

অভিযোগের ভিত্তিতে আগৈলঝাড়া থানার উপপরিদর্শক মিল্টন মণ্ডল অভিযান চালায়। দীর্ঘ দুই মাস পর গত মঙ্গলবার শেরপুর সদর থানা এলাকা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। 

স্কুলছাত্রীর মা অঞ্জলী বাড়ৈ বলেন, বাড়ি থেকে প্রাইভেট পরতে গেলে আমার মেয়ে পিংকিকে শেরপুরের মোতালেব মিয়ার ছেলে সোহাগ মিয়া অপহরণ করে নিয়ে যায়। 

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম বলেন, ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হলেও অপহরণকারী সোহাগকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

থানার উপপরিদর্শক মিল্টন মণ্ডল বলেন, স্কুলছাত্রীকে উদ্ধার করে আগৈলঝাড়া থানায় নিয়ে আসা হয়। আজ সকালে মেডিকেল পরীক্ষার জন্য তাকে বরিশালের ওসিসিতে পাঠানো হয়েছে। 

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা