হোম > সারা দেশ > বরিশাল

রাস্তায় রাখা স মিলের গাছচাপায় প্রাণ গেল শিশুর

মুলাদি (বরিশাল) প্রতিনিধি

স-মিল সামনে কাঁদছেন নিহতের শিশু স্বজনেরা। ছবি: আজকের পত্রিকা

বরিশালের মুলাদিতে রাস্তায় রাখা স মিলের গাছের চাপায় এক শিশু নিহত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের গলইভাঙ্গা বাজারের কাছে বাবুল সিকদারের স মিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম ইয়াসিন সিকদার। সে দক্ষিণ গাছুয়া গ্রামের বায়েজিদ সিকদারের ছেলে। বাড়ির পাশে স মিলের সামনে খেলতে গিয়ে গাছের চাপায় মারা যায়।

প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক মো. সেলিম হোসেন জানান, গলইভাঙ্গা বাজার এলাকার বাবুল সিকদারের স মিলের গাছ অবৈধভাবে রাস্তায় রাখা হয়। সোমবার সন্ধ্যার দিকে শিশু ইয়াসিন গাছের ওপরে উঠে খেলছিল। একপর্যায়ে গাছ গড়িয়ে পড়লে দুই গুঁড়ির মাঝে শিশুটি চাপা পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাস্তায় গাছ রাখার বিষয়ে জানতে চাইলে স মিলের মালিক বাবুল সিকদার অভিযোগ অস্বীকার করে বলেন, সোমবার শ্রমিকেরা মিলে গাছ নিতে বিলম্ব করায় কিছু সময়ের জন্য রাস্তায় ছিল। ওই সময়ে শিশুটি গাছের ওপর উঠলে দুর্ঘটনা ঘটে।

মুলাদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাছচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ