হোম > সারা দেশ > বরিশাল

রাস্তায় রাখা স মিলের গাছচাপায় প্রাণ গেল শিশুর

মুলাদি (বরিশাল) প্রতিনিধি

স-মিল সামনে কাঁদছেন নিহতের শিশু স্বজনেরা। ছবি: আজকের পত্রিকা

বরিশালের মুলাদিতে রাস্তায় রাখা স মিলের গাছের চাপায় এক শিশু নিহত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের গলইভাঙ্গা বাজারের কাছে বাবুল সিকদারের স মিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম ইয়াসিন সিকদার। সে দক্ষিণ গাছুয়া গ্রামের বায়েজিদ সিকদারের ছেলে। বাড়ির পাশে স মিলের সামনে খেলতে গিয়ে গাছের চাপায় মারা যায়।

প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক মো. সেলিম হোসেন জানান, গলইভাঙ্গা বাজার এলাকার বাবুল সিকদারের স মিলের গাছ অবৈধভাবে রাস্তায় রাখা হয়। সোমবার সন্ধ্যার দিকে শিশু ইয়াসিন গাছের ওপরে উঠে খেলছিল। একপর্যায়ে গাছ গড়িয়ে পড়লে দুই গুঁড়ির মাঝে শিশুটি চাপা পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাস্তায় গাছ রাখার বিষয়ে জানতে চাইলে স মিলের মালিক বাবুল সিকদার অভিযোগ অস্বীকার করে বলেন, সোমবার শ্রমিকেরা মিলে গাছ নিতে বিলম্ব করায় কিছু সময়ের জন্য রাস্তায় ছিল। ওই সময়ে শিশুটি গাছের ওপর উঠলে দুর্ঘটনা ঘটে।

মুলাদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাছচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ডাকসু নির্বাচনে মিছিলে ৫০ জনও পাইনি, ভোট পেয়েছি ১১ হাজার: নুরুল হক

বিড়ি খাওয়া নিয়ে বক্তব্যে জামায়াতের ২ কোটি ভোট বেড়েছে: ড. ফয়জুল হক

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়