হোম > সারা দেশ > বরিশাল

পুলিশের স্ত্রীর ওপর ‘কিশোর গ্যাংয়ের’ হামলায় আটক ১ 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে পুলিশের এক সার্জেন্টের স্ত্রীর ওপর কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটেছে। হামলায় জড়িত অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। 

গতকাল বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু উদ্যানের হেলিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার সার্জেন্ট টুটুলের স্ত্রী সিফাত জাহান মীম বাদী হয়ে ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীনের ছেলেসহ ২৫ জনকে আসামি করে মামলা করেছেন। 

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, টুটুলের স্ত্রী বাদী হয়ে নারী নির্যাতনসহ বিভিন্ন ধারায় মামলা করেছেন। হামলার ঘটনায় যুক্তদের মধ্যে একজনকে আটক করা হয়েছে। 

হামলার শিকার সিফাত জাহান মীম বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বড় বোন, তাদের ছেলে-মেয়ে এবং কয়েকজন বান্ধবী মিলে বঙ্গবন্ধু উদ্যানের হেলিপ্যাডে অবস্থান করে। সেখানে কিছুক্ষণ পর ২০-২৫ কিশোর হেলিপ্যাডে এসে অবস্থান নিয়ে একটি কেক কাটে। একপর্যায়ে এক কিশোর মীমের সঙ্গে থাকা পোষা বিড়ালকে উত্ত্যক্ত করে। সেখান থেকে চলে যেতে চাইলে কিশোরেরা অশ্লীল অঙ্গভঙ্গি করে এবং গালিও দেয়। এর প্রতিবাদ করায় এক কিশোর মীমকে লাথি মেরে রাস্তায় ফেলে দেয়। 

মীম আরও বলেন, কিছু সময় পর ১০ নম্বর কাউন্সিলর জায়নাল আবেদীনের ছেলে আশরাফুল দলবল নিয়ে দ্বিতীয়বার হামলার চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে তারা পালিয়ে যায়। 

মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ফজুলল করিম বলেন, এ ঘটনায় সার্জেন্টের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেছেন। এতে কিশোর গাংয়ের পাঁচজনের নামে ও অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করা হয়েছে। কেডিসি এলাকা থেকে এক কিশোরকে আটক করা হয়েছে।

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি