হোম > সারা দেশ > ঝালকাঠি

চাঁদাবাজির অভিযোগে ঝালকাঠি মহিলা দলের নেত্রী বহিষ্কার

ঝালকাঠি প্রতিনিধি  

শারমিন আক্তার মুক্তা। ছবি: সংগৃহীত

ঝালকাঠি জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শারমিন আক্তার মুক্তাকে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাঁদাবাজি, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে ঝালকাঠি মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শারমিন আক্তার মুক্তাকে সংগঠনের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক বহিষ্কার করা হয়েছে। সংগঠন থেকে বহিষ্কৃত হওয়ায় তাঁর সঙ্গে মহিলা দলের নেতা–কর্মীদের কোনো প্রকার যোগাযোগ না রাখতেও বলা হয়েছে।

জানতে চাইলে শারমিন আক্তার মুক্তা আজকের পত্রিকাকে বলেন, ‘আমাকে ষড়যন্ত্র করে দল থেকে সরানো হয়েছে। ২০০৫ সাল থেকে আমি মহিলা দলের সদস্য হিসেবে কাজ করে ২০২১ সালে সাংগঠনিক সম্পাদক হয়েছি। দলের জন্য আওয়ামী লীগ নেতা–কর্মীদের হামলার শিকার হয়ে আমার পেটের বাচ্চা পর্যন্ত দুনিয়ার আলো দেখতে পারেনি। কিন্তু তারপরও আমার ওপর মিথ্যা অভিযোগ এনে এই রকম সিদ্ধান্ত নেওয়ার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী মতিয়া মহফুজ জুয়েল বলেন, ‘সেন্ট্রাল কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। অনেক দিন ধরেই শারমিন মুক্তা মহিলা দলের কোনো প্রোগ্রামে আসেন না। কী কারণে তিনি বহিষ্কার হয়েছেন, তা জানি না।’

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০