হোম > সারা দেশ > বরিশাল

গৌরনদী ভূমি অফিসের ২ কর্মকর্তাকে মারধর

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রতীকী ছবি

বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন ভূমি অফিসে প্রবেশ করে ভূমি সহকারী কর্মকর্তাসহ দুজনকে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র বিনষ্ট করা হয় বলে জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় প্রধান আসামি মো. কাওছার আহম্মেদ মিঠুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আহতরা হলেন—সহকারী কর্মকর্তা মো. মজিবর রহমান (৫৪) এবং উপসহকারী কর্মকর্তা মো. আব্বাস উদ্দিন (৩২)। আহতদের স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে সরিকল ভূমি কার্যালয়ে কাজ করছিলেন সহকারী কর্মকর্তা মজিবর রহমান। এ সময় কুড়িরচর গ্রামের মো. কাওছার আহম্মেদ মিঠু (৪০) একটি পর্চা তাঁর কাছে চান। দাবি করা পর্চার সুনির্দিষ্ট দাগ ও খতিয়ান নম্বর জানতে চান মজিবর। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মিঠু ভূমি কর্মকর্তাকে মারধর করেন।

ভূমি কর্মকর্তা মজিবর রহমান জানান, মিঠু তাকে কিল, ঘুষি ও লাথি মেরে মাটিতে ফেলে দেন। এ সময় তাঁকে রক্ষার জন্য এগিয়ে এলে উপসহকারী কর্মকর্তা আব্বাস উদ্দিনকেও পিটিয়ে আহত করা হয়। হামলাকারী মিঠু অফিসের গুরুত্বপূর্ণ সরকারি নথি ছিঁড়ে তছনছ করেন এবং ভবিষ্যতে বাড়াবাড়ি করলে হত্যার হুমকি দিয়ে চলে যান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন বিষয়টি জানানোর সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন তিনি।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, এ ঘটনায় আহত মজিবর রহমান বাদী হয়ে শুক্রবার গৌরনদী থানায় একটি মামলা করেন। পুলিশ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. কাওছার আহম্মেদ মিঠুকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছেন।

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ