হোম > সারা দেশ > বরিশাল

মা-ভাবিকে হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ১৫ বছর পর কারাগারে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

রাজধানী থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

১৫ বছর পালিয়ে থেকেও রক্ষা পেলেন না বরিশালের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি। গতকাল বুধবার রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে তাকে মৃত্যুদণ্ড পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম শামীম, তিনি বরিশাল নগরীর দপ্তরখানা এলাকার মো. আলীর ছেলে। নিজের মা ও অন্তঃসত্ত্বা ভাবিকে হত্যার দায়ে ২০১১ সালে তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন আদালত। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার (ওসি) মো. মিজানুর রহমান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২০ ডিসেম্বর রাতে নগরীর দপ্তরখানা সড়কে শামীম তার মা সুফিয়া বেগম (৬৫) ও বড় ভাইয়ের স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা সিমুকে (২২) শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান। সিমুর স্বামী রিমন রাত ১১টায় বাসায় ফিরে মায়ের মৃতদেহ খাটের ওপর ও স্ত্রীর মৃতদেহ মেঝেতে দেখতে পান।

এই ঘটনায় সিমুর বাবা আজিজ মল্লিক বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ সন্দেহভাজন আসামি হিসেবে পুলিশ রিমনকে গ্রেপ্তার করে। পরে তদন্তে নিশ্চিত হওয়া যায় পারিবারিক কলহের জেরে শামীম প্রথমে তার মাকে হত্যা করে। ভাবি এ ঘটনা দেখে ফেলায় তাকেও হত্যা করে পালিয়ে যায়।

২০১১ সালে আদালতের দেওয়া রায়ে শামীমকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছিল। শামীম নগরের দপ্তরখানা এলাকার মো. আলীর ছেলে।

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ