হোম > সারা দেশ > বরিশাল

বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি আত্মহত্যা

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

মুলাদীতে ইউনুছ ফকির (৭৮) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৮টার দিকে মুলাদী থানা-পুলিশ উপজেলার চরকালেখান ইউনিয়নের কায়েতমারা গ্রামে ইউনুছ ফকিরের ঘর থকে তাঁর মরদেহ উদ্ধার করে। 

জানা যায়, ইউনুছ ফকির কায়েতমারা গ্রামের মৃত মেছের ফকিরের ছেলে। 

স্বজনদের দাবি, আলসারের ব্যথা সহ্য করতে না পারাতে ইউনুছ ফকির আত্মহত্যা করেছেন। 

এ বিষয়ে স্থানীয় লোকজন জানান, ইউনুছ ফকির গৃহস্থালির কাজ করতেন। ছেলে-মেয়েরা সবাই আলাদা থাকায় তিনি স্ত্রীকে নিয়ে থাকতেন। দীর্ঘদিন ধরে তিনি গ্যাস্ট্রিক, আলসার রোগে ভুগছিলেন। 

ইউনুছ ফকিরের স্ত্রী রহিমা খাতুন জানান, তাঁর স্বামীর অনেক দিন ধরে আলসারজনিত পেটের ব্যথা ছিল। টাকার অভাবে পর্যাপ্ত চিকিৎসা করাতে পারেননি। মাঝে মাঝে দোকান থেকে গ্যাস্ট্রিকের ওষুধ কিনে খেতেন। বেশ কিছুদিন ধরে ওষুধ খেতে পারেননি। গতকাল রোববার রাতে ভাত খাওয়ার পর পেটে ব্যথা শুরু হয়। ভোররাতে ঘুম ভাঙলে ঘরের ভেতর স্বামীর ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার দেন তিনি।

স্ত্রী ও স্থানীয় লোকজনের ধারণা গ্যাস্ট্রিক, আলসারের ব্যথা সহ্য করতে না পেরে ইউনুছ ফকির ভোররাতের দিকে আত্মহত্যা করেছেন। সংবাদ পেয়ে মুলাদী থানা-পুলিশ বাড়ি থেকে ইউনুছ ফকিরের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমান জানান, ইউনুছ ফকিরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর