পিরোজপুরের নাজিরপুর উপজেলায় স্ত্রীকে তালাক দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মো. মহাসিন মল্লিক (৪৫) নামে এক কৃষক। মহাসিন উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের জায়নাল মল্লিকের ছেলে। আজ রোববার সকালে তাঁর মরদেহ উদ্ধার করে নাজিরপুর থানা পুলিশ।
নিহতের পরিবার, স্থানীয় ও থানা পুলিশ সূত্র জানায়, মহাসিনের সঙ্গে স্ত্রী আনজিলা বেগমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে গতকাল শনিবার রাতে রেগে গিয়ে মৌখিকভাবে স্ত্রীকে তালাক দেন মহাসিন। পরে বাড়ির সামনের জাম গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে পরিবারের লোকজন তাঁকে না পেয়ে খোঁজ করতে গিয়ে গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
নাজিরপুর থানার ওসি (তদন্ত) মো. মাহিদুল ইসলাম জানান, সকালে নিজ বাড়ির সামনের একটি গাছে ঝুলন্ত অবস্থায় মহাসিনকে দেখে পুলিশকে খবর দেন পরিবারের লোকজন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর হাসপাতালের মর্গে পাঠায়।