হোম > সারা দেশ > বরিশাল

ঈদের ছুটির সুযোগে মাদ্রাসার গাছ বেচে দিলেন সুপার

ঝালকাঠি প্রতিনিধি  

মকরমপুর দরবার শরীফ দাখিল মাদ্রাসার প্রাঙ্গণে থাকা মেহগনি গাছ কাটা। ছবি: সংগৃহীত

ঝালকাঠির সদর উপজেলার নবগ্রাম ফকিরবাড়ীসংলগ্ন মকরমপুর দরবার শরিফ দাখিল মাদ্রাসার প্রাঙ্গণে থাকা মেহগনি গাছ বেচে দিয়েছেন প্রতিষ্ঠানটির সুপার মাওলানা হারুন আর রসিদ। ঈদের ছুটির সুযোগে গতকাল রোববার (৮ জুন) সকালে স্থানীয় গাছ ব্যবসায়ী রহিম ফকির গাছটি কেটে সরিয়ে নেন। তবে গাছ বিক্রির ব্যাপারে সরকারি কোনো কর্মকর্তার অনুমোদন নেননি মাদ্রাসা সুপার।

এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার সুপার মাওলানা হারুন আর রসিদ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া গাছ বিক্রির কথা স্বীকার করেন। তিনি বলেন ‘একটি মেহগনি গাছ ১৩ হাজার টাকায় বিক্রি করেছি। মাদ্রাসার একটি কক্ষ বন্যায় ভেঙে গেছে, তা মেরামতের জন্য গাছ বিক্রি করি। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিইনি। এটা আমার ভুল হয়েছে।’ এদিকে গাছ কাটার সঙ্গে জড়িত রহিম ফকির বলেন, ‘আমি গাছ কিনিনি, কেবল কাটার দায়িত্ব পেয়েছি। মাদ্রাসা সুপার বলেছেন, গাছ থেকে টেবিল-চেয়ার বানানো হবে।’

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট নাছির উদ্দীন মুন্সী বলেন, ‘আমাদের সঙ্গে আলাপ করেই গাছটি বিক্রি করা হয়েছে। মাদ্রাসার কক্ষ মেরামতের প্রয়োজনে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ গাছ কাটার আগে বিষয়টি সরকারি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা যেমন উপজেলা নির্বাহী কর্মকর্তা কিংবা জেলা প্রশাসককে জানানো হয়েছে কি না, জানতে চাইলে ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, ‘কোন আইনে আছে তাদের জানিয়ে গাছ কাটতে হবে? আগে আমাকে সে আইন দেখান। আর কিছু পাইলেন না, গাছ নিয়ে পড়ে আছেন। ফাজলামি পেয়েছেন আপনারা।’

মাদ্রাসায় গাছ কাটার ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত এ ঘটনার তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ঘটনার বিষয়ে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইয়াসমিনকে জানানো হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি আপনার মাধ্যমেই জানতে পেরেছি। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সরকারি গাছ কেটে কেউ বিক্রি করতে পারে না। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা