হোম > সারা দেশ > ভোলা

ছিটকে সমুদ্রে পড়ে যান জামাল, তাঁকে রেখেই ফিরলেন সতীর্থরা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

চরফ্যাশন উপজেলার ঢালচরের সাগর মোহনায় জাল ফেলার সময় ট্রলার থেকে ছিটকে পড়ে জামাল উদ্দিন (৩৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। বুধবার বিকেলে ঢালচরের তারুয়া দ্বীপ এলাকার সাগর মোহনায় এ ঘটনা ঘটে। 

ট্রলারে থাকা জেলেরা জানান, ১২ জন জেলে মিলে সাগরে ইলিশ শিকারে গিয়েছিলেন। জাল ফেলার সময় জামাল উদ্দিন পড়ে গেলে বাকিরা তাঁকে উদ্ধারের চেষ্টা করলেও প্রবল ঢেউ ও স্রোতের কারণে তাঁকে উদ্ধার করা যায়নি। স্রোতের টানে মুহূর্তেই তিনি পানিতে ডুবে যান। নিখোঁজ জেলে জামাল মাঝি ঢালচর ইউনিয়নের মৃত মালেক মাঝির ছেলে এবং ওই ট্রলারের চালক ছিলেন। 

চরমানিকা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার অলিউল্লাহ জানান, খবর পাওয়ার পর থেকে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ উদ্যোগে নিখোঁজ জেলে জামাল মাঝিকে উদ্ধার চেষ্টা অব্যাহত রয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি। 

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, দুর্ঘটনার পরপরই ওই জেলেকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। প্রবল স্রোতের কারণে তাঁর কোনো হদিস পাওয়া যায়নি। 

ঢালচর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নুরুল ইসলাম জানান, নিখোঁজ জেলে জামাল ওই ট্রলারের মাঝি ছিলেন। স্রোতের কারণে তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। 

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর