হোম > সারা দেশ > ভোলা

ছিটকে সমুদ্রে পড়ে যান জামাল, তাঁকে রেখেই ফিরলেন সতীর্থরা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

চরফ্যাশন উপজেলার ঢালচরের সাগর মোহনায় জাল ফেলার সময় ট্রলার থেকে ছিটকে পড়ে জামাল উদ্দিন (৩৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। বুধবার বিকেলে ঢালচরের তারুয়া দ্বীপ এলাকার সাগর মোহনায় এ ঘটনা ঘটে। 

ট্রলারে থাকা জেলেরা জানান, ১২ জন জেলে মিলে সাগরে ইলিশ শিকারে গিয়েছিলেন। জাল ফেলার সময় জামাল উদ্দিন পড়ে গেলে বাকিরা তাঁকে উদ্ধারের চেষ্টা করলেও প্রবল ঢেউ ও স্রোতের কারণে তাঁকে উদ্ধার করা যায়নি। স্রোতের টানে মুহূর্তেই তিনি পানিতে ডুবে যান। নিখোঁজ জেলে জামাল মাঝি ঢালচর ইউনিয়নের মৃত মালেক মাঝির ছেলে এবং ওই ট্রলারের চালক ছিলেন। 

চরমানিকা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার অলিউল্লাহ জানান, খবর পাওয়ার পর থেকে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ উদ্যোগে নিখোঁজ জেলে জামাল মাঝিকে উদ্ধার চেষ্টা অব্যাহত রয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি। 

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, দুর্ঘটনার পরপরই ওই জেলেকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। প্রবল স্রোতের কারণে তাঁর কোনো হদিস পাওয়া যায়নি। 

ঢালচর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নুরুল ইসলাম জানান, নিখোঁজ জেলে জামাল ওই ট্রলারের মাঝি ছিলেন। স্রোতের কারণে তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। 

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা