হোম > সারা দেশ > বরিশাল

ইজিবাইকের দুই শ্রমিককে পেটালেন বাস মালিক সমিতির কর্মচারী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরের রুপাতলীতে ব্যাটারিচালিত ইজিবাইকের শ্রমিক শাওন ও আবদুল্লাহকে মারধরের অভিযোগ উঠেছে বাস মালিক সমিতির কর্মচারীদের বিরুদ্ধে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে বাস ও ইজিবাইকের শ্রমিকদের মধ্যে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে। 

ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম বলেন, গতকাল বৃহস্পতিবার রুপাতলী বাস টার্মিনাল সংস্কারকাজ উদ্বোধনে এসেছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। আজ সকাল থেকে বাস মালিক সমিতির কর্মচারীরা মেয়রের নাম ভাঙিয়ে বলে আসছিলেন টার্মিনালের আশপাশে কোনো ইজিবাইক রাখা যাবে না। ইজিবাইক রাখতে না দেওয়ার জেরে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে বাস মালিক সমিতির কর্মচারীরা ইজিবাইকের শ্রমিক শাওন ও আবদুল্লাহকে মারধর করেন। 

শহিদুল ইসলাম আরও বলেন, এ বিষয়ে নগরের রুপাতলী বাসস্ট্যান্ডে দুই পক্ষ অবস্থান নেয় এবং ধাক্কাধাক্কি শুরু হয়। খবর পেয়ে ট্রাফিক বিভাগের কর্মকর্তা, রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের ও বাসমালিক নেতারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়, একে অপরের ওপর আর হামলা কিংবা ঝামেলায় জড়াবে না। 

রুপাতলী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন বলেন, উভয় পক্ষের সঙ্গে ট্রাফিক পুলিশ বসে সমাধান করেছে। তারা কোনো পক্ষই আর দ্বন্দ্বে জড়াবে না। 
 
ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের উপদেষ্টা ডা. মনীষা চক্রবর্তী বলেন, ‘আমাদের দুই চালককে কোনো কারণ ছাড়াই মারধর করা হয়েছে। বিষয়টি ট্রাফিক পুলিশকে জানানো হয়েছে।’

মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের এডিসি মো. ফারুক আজকের পত্রিকাকে বলেন, দুই পক্ষে উত্তেজনা দেখা দিলে তাদের বিশৃঙ্খলা না ঘটাতে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের আচরণ করলে ব্যবস্থা নেওয়া হবে। 

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম