হোম > সারা দেশ > বরিশাল

ইজিবাইকের দুই শ্রমিককে পেটালেন বাস মালিক সমিতির কর্মচারী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরের রুপাতলীতে ব্যাটারিচালিত ইজিবাইকের শ্রমিক শাওন ও আবদুল্লাহকে মারধরের অভিযোগ উঠেছে বাস মালিক সমিতির কর্মচারীদের বিরুদ্ধে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে বাস ও ইজিবাইকের শ্রমিকদের মধ্যে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে। 

ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম বলেন, গতকাল বৃহস্পতিবার রুপাতলী বাস টার্মিনাল সংস্কারকাজ উদ্বোধনে এসেছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। আজ সকাল থেকে বাস মালিক সমিতির কর্মচারীরা মেয়রের নাম ভাঙিয়ে বলে আসছিলেন টার্মিনালের আশপাশে কোনো ইজিবাইক রাখা যাবে না। ইজিবাইক রাখতে না দেওয়ার জেরে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে বাস মালিক সমিতির কর্মচারীরা ইজিবাইকের শ্রমিক শাওন ও আবদুল্লাহকে মারধর করেন। 

শহিদুল ইসলাম আরও বলেন, এ বিষয়ে নগরের রুপাতলী বাসস্ট্যান্ডে দুই পক্ষ অবস্থান নেয় এবং ধাক্কাধাক্কি শুরু হয়। খবর পেয়ে ট্রাফিক বিভাগের কর্মকর্তা, রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের ও বাসমালিক নেতারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়, একে অপরের ওপর আর হামলা কিংবা ঝামেলায় জড়াবে না। 

রুপাতলী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন বলেন, উভয় পক্ষের সঙ্গে ট্রাফিক পুলিশ বসে সমাধান করেছে। তারা কোনো পক্ষই আর দ্বন্দ্বে জড়াবে না। 
 
ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের উপদেষ্টা ডা. মনীষা চক্রবর্তী বলেন, ‘আমাদের দুই চালককে কোনো কারণ ছাড়াই মারধর করা হয়েছে। বিষয়টি ট্রাফিক পুলিশকে জানানো হয়েছে।’

মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের এডিসি মো. ফারুক আজকের পত্রিকাকে বলেন, দুই পক্ষে উত্তেজনা দেখা দিলে তাদের বিশৃঙ্খলা না ঘটাতে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের আচরণ করলে ব্যবস্থা নেওয়া হবে। 

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি