হোম > সারা দেশ > বরিশাল

গৌরনদীতে বিএনপি-স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে আহত ৬

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি 

হামলায় আহত বিএনপির সদস্য আল আমিন চাপরাশি। ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে বাটাজোর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে এ পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন, বিএনপির সদস্য আল আমিন চাপরাশি (৩৮) এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রাজীব হাওলাদারের (৪৫) মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল রাত সাড়ে ৮টার দিকে নোয়াপাড়া গ্রামের নজরুল ইসলামের চায়ের দোকানের সামনে আল আমিনের ওপর হামলা চালিয়ে তাঁর বাঁ পা ভেঙে দেওয়া হয়। এ ঘটনার জের ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, যাতে ছয়জন আহত হন।

আহতরা হলেন বিএনপির সদস্য আল আমিন চাপরাশি (৩৮), স্বেচ্ছাসেবক দলের সদস্য আলাউদ্দিন সরদার বাবুল (৩৩), লিটন সরদার (৪৫), জয় (১৫) এবং অজ্ঞাতনামা আরও দুই ব্যক্তি।

আল আমিন চাপরাশি অভিযোগ করেন, রাজীব হাওলাদার, দুলাল সরদার (বাঘা দুলাল), যুবদল সদস্য লোকমান ব্যাপারী ও জুয়েলের নেতৃত্বে ২০-২৫ জন সশস্ত্র হামলা চালান। হামলাকারীদের কাছে ধারালো অস্ত্র, পিস্তল, শটগান, হকিস্টিক এবং জিআই পাইপ ছিল।

অন্যদিকে, রাজীব হাওলাদার হামলার সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, সংঘর্ষের বিষয়ে অবগত হয়েছেন এবং আল আমিন চাপরাশির পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি