হোম > সারা দেশ > বরগুনা

সাগরে জাল ভরে উঠছে জেলি ফিশ, খালি হাতে ফিরছে জেলেরা

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

হঠাৎ গভীর বঙ্গোপসাগরে জেলি ফিশ বেড়ে যাওয়ায় মাছ শিকার বন্ধ করে খালি হাতে ঘাটে ফিরছেন জেলেরা। ফলে জেলে পরিবারগুলোর এবারের ঈদের আনন্দ ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে।

গতকাল রোববার জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী সাগর থেকে ফিরে আসা এফবি জাহানারা এবং এফবি মায়ের দোয়া ট্রলারের মাঝিদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘কয়েক দিন আগে পাথরঘাটা বিএফডিসি ঘাট থেকে এফবি জাহানারা ও এফবি মায়ের দোয়া ট্রলারটি ১৫ দিনের রসদ সামগ্রী নিয়ে গভীর বঙ্গোপসাগরে মাছ শিকার করতে যায়। কিন্তু জালের প্রচুর জেলি ফিশ উঠতে থাকে। একপর্যায় জেলেদের মাছ ধরা বন্ধ করে জাল ফেলে রেখে খালি হাতে ঘাটে ফিরে আসতে হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘অসংখ্য জেলি ফিশ সাগরে ভেসে বেড়াচ্ছে। জাল ফেললেই লাখ লাখ জেলি ফিশ জালে বেঁধে যায়। যার জন্য জাল ট্রলারে ওঠানো যায় না। জেলেরা এর আগে এত জেলি ফিশ সাগরে দেখেনি।’ এই জেলি ফিশগুলো জেলেদের শরীরে লাগলে চুলকায় এবং ক্ষত হয়ে যায় বলেও জানান তিনি। 

জেলি ফিশ এক ধরনের অমেরুদণ্ডী প্রাণী। এদের পৃথিবীর সব মহাসাগরেই দেখা যায়। নামে ‘ফিশ’ হলেও এটি মাছ নয়। এর মেরুদণ্ড নেই। ঘণ্টাকৃতি জেলি সদৃশ প্রাণীটি প্রাণীজগতের নিডারিয়া পর্বের সিফোজোয়া শ্রেণির অন্তর্গত। ছাতার মতো অংশ এবং ঝুলে পড়া কর্ষিকা—এ দুই অংশে প্রাণীটির দেহ গঠিত। 

পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার আপু আজকের পত্রিকাকে বলেন, ‘জেলি ফিশের ঘটনাটি আমি এরই মধ্যে জেনেছি। এই জেলি ফিশের জন্য বর্তমানে জেলেরা সাগরে যাচ্ছে না।’

দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে লবণাক্ততা বেড়ে যাওয়ার কারণে জেলি ফিশের আধিক্য বেড়েছে বলে তার ধারণা। বৃষ্টি হলে এগুলো কমে যাবে বলেও জানান তিনি।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা