পিরোজপুরে তিনটি আসনের মধ্যে ২টিতে স্বতন্ত্র এবং একটিতে নৌকার প্রার্থী জয়লাভ করেছেন। আজ রোববার রাত ১১ টার দিকে বেসরকারিভাবে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন জেলা রির্টানিং অফিসার মোহাম্মদ জাহেদুর রহমান।
পিরোজপুর-১ (পিরোজপুরসদর-নাজিরপুর-ইন্দুরকানী) আসনে নৌকা প্রতীক নিয়ে শ.ম রেজাউল করিম পেয়েছেন ৮৫ হাজার ৪১০ ভোট। তার নিকটতম ঈগল প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী এ কে এম এ আউয়াল পেয়েছেন ৭৫ হাজার ৪৮৭ ভোট।
পিরোজপুর-২ (ভান্ডারিয়া-নেছারাবাদ-কাউখালী) আসনে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন মহারাজ পেয়েছেন ৯৯ হাজার ২৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জু পেয়েছেন ৭০ হাজার ৬৮১ ভোট।
পিরোজপুর ৩ (মঠবাড়িয়া) আসনে কলারছড়ি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. শামীম শাহনেওয়াজ পেয়েছেন ৬২ হাজার ১৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীক নিয়ে রুস্তম আলী ফরাজী পেয়েছেন ৪৭ হাজার ৬২১ ভোট।