হোম > সারা দেশ > বরিশাল

নানার হাত ধরে থাকা শিশু বাসচাপায় নিহত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রতীকী ছবি

বরিশালের গৌরনদীতে নানার হাত ধরে মহাসড়ক পারাপারের সময় বাসচাপায় এক শিশু নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন নানা। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন দিয়েছে।

ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোর পুলিশ ফাঁড়ির সামনে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন সিকদার (১০) আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের মিশ্রিপাড়া এলাকার মো. সুমনের ছেলে। তার নানার নাম মজিবর রহমান।

স্বজনেরা জানান, কয়েক দিন আগে বাটাজোর এলাকায় পিতৃহারা শিশু ইয়াসিনের মায়ের বিয়ে হয়। মঙ্গলবার রাতে নানা মজিবর নাতি ইয়াসিনকে তার মায়ের সঙ্গে দেখা করাতে নিয়ে যাচ্ছিলেন। পথে মাহেন্দ্রা গাড়ি থেকে নেমে তারা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বরিশালগামী হাওলাদার পরিবহনের একটি লোকাল বাস চাপা দিলে শিশু ইয়াসিন ঘটনাস্থলেই মারা যায়। আর তার নানা গুরুতর আহত হন। ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। তবে আগেই বাসের আরোহীরা নিরাপদে নেমে যায়।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তরের পাশাপাশি বাসের আগুন নিয়ন্ত্রণ করা হয়। বৃদ্ধ মজিবরের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই বাসের চালক ও সহকারী পালিয়ে যান।

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০