হোম > সারা দেশ > বরিশাল

নানার হাত ধরে থাকা শিশু বাসচাপায় নিহত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রতীকী ছবি

বরিশালের গৌরনদীতে নানার হাত ধরে মহাসড়ক পারাপারের সময় বাসচাপায় এক শিশু নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন নানা। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন দিয়েছে।

ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোর পুলিশ ফাঁড়ির সামনে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন সিকদার (১০) আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের মিশ্রিপাড়া এলাকার মো. সুমনের ছেলে। তার নানার নাম মজিবর রহমান।

স্বজনেরা জানান, কয়েক দিন আগে বাটাজোর এলাকায় পিতৃহারা শিশু ইয়াসিনের মায়ের বিয়ে হয়। মঙ্গলবার রাতে নানা মজিবর নাতি ইয়াসিনকে তার মায়ের সঙ্গে দেখা করাতে নিয়ে যাচ্ছিলেন। পথে মাহেন্দ্রা গাড়ি থেকে নেমে তারা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বরিশালগামী হাওলাদার পরিবহনের একটি লোকাল বাস চাপা দিলে শিশু ইয়াসিন ঘটনাস্থলেই মারা যায়। আর তার নানা গুরুতর আহত হন। ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। তবে আগেই বাসের আরোহীরা নিরাপদে নেমে যায়।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তরের পাশাপাশি বাসের আগুন নিয়ন্ত্রণ করা হয়। বৃদ্ধ মজিবরের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই বাসের চালক ও সহকারী পালিয়ে যান।

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি