বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) জুলাই-আগস্ট বিপ্লবের স্মৃতিচিহ্ন হিসেবে ‘জুলাই ৩৬’ স্মৃতিফলক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (২৮ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এ স্মৃতিফলকের উদ্বোধন করেন ববি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।
এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
স্মৃতিফলকটি বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটসংলগ্ন স্থানে নির্মিত হবে। ‘জুলাই ৩৬’ স্মৃতিফলকের নকশা করেছেন ববির মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তমাল রায়।