হোম > সারা দেশ > পটুয়াখালী

সাঈদীকে নিয়ে পোস্ট দেওয়ায় মির্জাগঞ্জে ৫ ছাত্রলীগ নেতাকে বহিষ্কার 

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় পটুয়াখালীর মির্জাগঞ্জে পাঁচ ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ। 

আজ বৃহস্পতিবার তিনজনকে ও গতকাল বুধবার দুজনকে জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম ও সম্পাদক তানভীর হাসান স্বাক্ষরিত পত্রের মাধ্যমে তাঁদের বহিষ্কার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় তাঁদের বহিষ্কার করা হয়েছে। 

বহিষ্কৃতরা হলেন আমড়াগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. বেলাল সিকদার, সহসভাপতি মো. সজিব মল্লিক, মো. মাসুম বিল্লাহ, মাধবখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সজীব আহমেদ সানি ও দেউলী সুবিদখালী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল হক। 

বহিষ্কৃত মাধবখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব আহমেদ সানি বলেন, ‘শুনেছি কে বা কারা আমার নামে ফেক আইডি খুলে সামাজিক যোগাযোগমাধ্যমে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে পোস্ট করেছে। এ জন্য আমাকে বহিষ্কার করা হয়েছে। যে আইডি দিয়ে বিষয়টি পোস্ট করা হয়েছে ওই আইডি সম্পর্কে আমি কিছুই জানি না। শত্রুতামূলক আমাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য এ কাজ করা হয়েছে। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে ন্যায়বিচারের জন্য আমি জেলা ছাত্রলীগের কাছে অনুরোধ জানাচ্ছি।’

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা